RJD Coffin Contro: দেশের নতুন সংসদ ভবনকে কফিনের সঙ্গে তুলনা আরজেডির, বিতর্ক তুঙ্গে
আরজেডির টুইটার হ্যান্ডেল থেকে টুইট করা হয় এই ছবি
নতুন সংসদ ভবনের উদ্বোধন তবে গুরুত্বপূর্ণ বিষয় হল এই উদ্বোধনী অনুষ্ঠানে নেই ১৯ টি বিরোধী দলের উপস্থিতি। এদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন ভবনের উদ্বোধন করছেন ঠিক তখনই একটি টুইট করা হয় আরজেডির তরফে। কি সেই টুইট? টুইটে আরজেডির তরফে একটি কফিনের ছবির পাশাপাশি নতুন সংসদ ভবনের ছবি দেওয়া হয়।
আর এই টুইট সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক।আরজেডি এই টুইট সামনে আসতেই প্রতিবাদ জানিয়েছেন বিজেপি নেতা এবং রাজ্যসভার সদস্য সুশাল মোদী, তিনি জানিয়েছেন যে, এটা খুবই দুঃখজনক যে আরজেডি নতুন সংসদ ভবনকে কফিনের সঙ্গে তুলনা করেছে।এই রকম একটি পবিত্র দিনে এই ধরনের বক্তব্য নিন্দনীয় এবং আপত্তিজনক বলে জানান তিনি। এটি আরজেডির ভবিষ্যতের কথা জানান দিচ্ছে যা শেষ পর্যন্ত কফিনে গিয়েই শেষ হবে বলে জানিয়েছেন তিনি।
আরজেডির তরফ থেকেও এই বিষয়টির ওপর বক্তব্য জানানো হয়েছে, মৃত্যুঞ্জয় তিওয়ারী, দলের মুখপত্র জানিয়েছেন, আমরা একটি প্রশ্ন করার মাধ্যমে জানতে চেয়েছি যে দেশের ইতিহাসকে কফিন বন্দি করতে চাইছে কেন্দ্র। তাঁরা ইতিহাস পরিবর্তন করতে চায়।তাঁরা আমাদের দেশের ইতিহাস ধ্বংস করতে চায়। এটি একটি প্রতীকি ছবি যার মাধ্যমে নতুন সংসদ ভবনকে কফিনের সঙ্গে দেখিয়ে জানতে চাওয়া হয়েছে "এটা কি?"
এর পাশাপাশি ২১ টি দলের তরফে এই সংসদ ভবন উদ্বোধন করার জন্য প্রেসিডেন্টের নাম প্রস্তাব করা হলেও তা বাতিল করেছে কেন্দ্র। দেশের গনতন্ত্র কাঁদছে বলেও জানান মৃত্যুঞ্জয় তিওয়ারি।