Monkeypox: মাঙ্কিপক্স বাড়লে HIV-র সংক্রমণও কি বৃদ্ধি পাবে? কী জানাল ICMR

মাঙ্কিপক্স যখন বিশ্বের প্রায় ৯২টি দেশে থাবা বসিয়েছে, সেই সময় সমকামীদের সতর্ক করা হয় বশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে। সমকামীরা যাতে যৌন মিলনের সময় সতর্ক থাকেন এবং নিরোধ ব্যবহার করেন, সে বিষয়ে বার বার সতর্কতা জারি করা হয় হু-এর তরফে।

Monkeypox (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ২২ অগাস্ট: মাঙ্কিপক্স (Monkeypoc) যেভাবে থাবা বসাচ্ছে, তাতে কি এইআইভি-র সংক্রমণও বাড়বে? এমন প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।  মাঙ্কিপক্স বাড়লে সেই সঙ্গে এইচআইভি সংক্রমণও পাল্লা দিয়ে বাড়বে, এমন ভাবার কারণ নেই। সংবাদ সংস্থা এএনআইকে এমনই জানালেন ICMR-এর গবেষক ডক্টর প্রজ্ঞা যাদব। ICMR-এর এই গবেষক জানান, মাঙ্কিপক্স বাড়লে, এইচআইভি (HIV) বাড়বে না। মাঙ্কিপক্সে সংক্রমিতদের স্বাস্থ্যের নমুনা পরীক্ষা করা হয়েছে। সেখানে মাঙ্কিপক্স হলেই যে এইচআইভি সংক্রমণ হবে, তার কোনও প্রমাণ মেলেনি বলে জানান প্রজ্ঞা যাদব।

প্রসঙ্গত মাঙ্কিপক্স যখন বিশ্বের প্রায় ৯২টি দেশে থাবা বসিয়েছে, সেই সময় সমকামীদের সতর্ক করা হয় বশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে। সমকামীরা যাতে যৌন মিলনের সময় সতর্ক থাকেন এবং নিরোধ ব্যবহার করেন, সে বিষয়ে বার বার সতর্কতা জারি করা হয় হু-এর তরফে।

আরও পড়ুন:  Bihar: ক্যামেরার সামনে চাকরি প্রার্থীদের পেটাল পুলিশ? ভিডিয়ো নিয়ে তোলপাড়

মাঙ্কিপক্স যাতে সংক্রমণ না ছড়ায়, তার জন্য বিদেশে রেভ পার্টির উপরএও হ্রাশ টানা হয়। যা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।