Uttarakhand Rains: প্রবল বৃষ্টিপাত উত্তরাখণ্ডে, ভূমিধসের কারণে হৃষিকেশ-দেবপ্রয়াগ-দেরাদুনে রাস্তা সম্পূর্ণ বন্ধ

ফের প্রবল বৃষ্টিপাতের কারণে বড় বিপর্যয় উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টিপাত মানেই ভূমিধস। করোনার প্রকোপ কমে ভরা ছুটির মাঝে পর্যটকদের ডেস্টিনেশন যখন দেরাদুন, মসৌরি, তখনই সেখানে বড় ভূমিধস।

প্রতীকী ছবি(Photo Credits: IANS)

দেরাদুন, ২৮ অগাস্ট: ফের প্রবল বৃষ্টিপাতের কারণে বড় বিপর্যয় উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টিপাত মানেই ভূমিধস (Landslide)। করোনার প্রকোপ কমে ভরা ছুটির মাঝে পর্যটকদের ডেস্টিনেশন যখন দেরাদুন, মসৌরি, তখনই সেখানে বড় ভূমিধস। আর এবার জাতীয় সড়ক সহ হৃষিকেশ-দেবপ্রয়াগ, হৃষিকেশ-তেহরি এবং দেরাদুন-মসৌরির মধ্যে রাস্তার বিভিন্ন অংশে ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই সময় কেউ যাতে সেখানে না যান সেই বিষয়ে সতর্কতা জারি করেছে উত্তরাখণ্ড পুলিশ। আরও পড়ুন: জানুন দেশের করোনা পরিস্থিতি

মসৌরি, ধানৌলটি, আউলি-র মত জায়গায় জন্মাষ্টমী উপলক্ষ্যে উইকএন্ডে বহু পর্যটক এসেছেন। আজ, শনিবার বলে আর অনেক পর্যটক আজ দিল্লি সহ উত্তরভারতের বিভিন্ন জায়গা থেকে এখানে আসছিলেন।

কিন্তু গত তিন চার ধরে অবিরত বৃষ্টিপাত চলছিলই, কিন্তু গতকাল রাত থেকে এত বৃষ্টি হয় যে ভূমিধস শুরু হয়ে যায়। এরফলে হৃষিকেশ-দেবপ্রয়াগ, হৃষিকেশ-তেহরি এবং দেরাদুন-মৌসুরির মধ্যে সব রাস্তা বন্ধ হয়ে যায়। মাঝপথে আটকে রয়েছেন কিছু পর্যটক।