RG Kar Hospital Case: 'মমতাজিকে অনুরোধ...', আরজি করে চিকিৎসককে ধর্ষণ, খুনের ঘটনায় মুখ খুললেন হেমা মালিনী

হেমা মালিনী বলেন, 'আমি মমতাজিকে অনুরোধ করব, এ বিষয়ে যা সঠিক, তা সহজতর করুন। দেরি করবেন না। গোটা দেশ অপেক্ষা করছে। অপরাধীর অবশ্যই শাস্তি পাওয়া উচিত' বলেও মন্তব্য করেন বিজেপি সাংসদ।

Hema Malini (Photo Credit: Instagram)

দিল্লি, ২৮ অগাস্ট: আরজি করে (RG Kar) চিকিৎসক তরুণীকে ধর্ষণ এবং খুনের (Kolkata Doctor Death) ঘটনায় এবার মুখ খুললেন বিজেপি সাংসদ হেমা  মালিনী (Hema Malini। হেমা বলেন, পশ্চিমবঙ্গে যা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। জরুরি পদক্ষেপ করা উচিত।  মহিলাদের উপর যদি কখনও কোনও নৃশংসতা হয়, তাহলে তার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা উচিত বলে মন্তব্য করেন বিজেপির অভিনেত্রী, সাংসদ।

হেমা মালিনী আরও বলেন, 'আমি মমতাজিকে অনুরোধ করব, এ বিষয়ে যা সঠিক, তা সহজতর করুন। দেরি করবেন না। গোটা দেশ অপেক্ষা করছে। অপরাধীর অবশ্যই শাস্তি পাওয়া উচিত' বলেও মন্তব্য করেন বিজেপি সাংসদ।

আরও পড়ুন: Mamata Banerjee: ধর্ষকের শাস্তি 'ফাঁসি', বিশেষ বিল পাশ করাতে চান মুখ্যমন্ত্রী

গত ৯ অগাস্ট রাতে আরজি করে চেস্ট মেডিসিনের সেমিনার রুমে এক চিকিৎসকের উপর  নারকীয় অত্যাচার করা হয়। প্রথমে ধর্ষণ, পরে খুন করা হয় ওই মহিলা চিকিৎসককে। যে ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্যের সঙ্গে গোটা দেশ উত্তাল হয়ে ওঠে।