RG Kar Case Hearing: শুরুতেই লাইভ স্ট্রিমিং বন্ধের আর্জি সিব্বলের, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

আদালতে তিনি বলেন, " শুনানি লাইভ স্ট্রিমিং হলে আইজীবীদের উপর ব্যাপক প্রভাব পড়ছে। আমাদের ৫০ বছরের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ছে। আমরা তো অভিযুক্তের হয়ে লড়ছি না। তবে সিব্বলের এ যুক্তি ধোপে টেকেনি প্রধান বিচারপতির সামনে।

Supreme Court (Photo Credit: Wikimedia Commons)

নয়াদিল্লিঃ সুপ্রিম কোর্টে(Supreme Court) চলছে আর জি কর মামলার(RG Kar Case) শুনানি। ৯ সেপ্টেম্বরের পর আজ তৃতীয় দিন বিচারপতি জে বি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে শুরু সওয়াল-জবাব। এদিন শুরুতেই লাইভ স্ট্রিমিংয়ে(Live Streaming) বাধা দেন রাজ্য সরকারের (State Government)আইনজীবী কিপিল সিব্বল(Kapil Sibal)। সাধারণত সুপ্রিম কোর্টের মামলাগুলি শীর্ষ আদালতের নিজস্ব চ্যানেলে লাইভ স্ট্রিমিং করা হয়। তবে এবার সেই লাইভ স্ট্রিমিং-এর ক্ষেত্রে আপত্তি জানান সরকার পক্ষের আইনজীবী কপিল সিব্বল। সংবেদনশীল মামলা, এই যুক্তি খাড়া করেন কপিল। কিন্তু তাঁর এই আর্জি খারিজ করে দেন প্রধান বিচারপতি। এটি জনস্বার্থ মামলা, তাই লাইভ স্ট্রিমিং বন্ধ হবে না বলে জানিয়ে দেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। লাইভ বন্ধের যুক্তি হিসেবে রাজ্যের আইনজীবীদের উপর অ্যাসিড হামলার হুমকি দেওয়া হচ্ছে বলে জানান সিব্বল। তবে লাইভ স্ট্রিমিং-এর সিদ্ধান্তে অবিচল থেকে নিরাপত্তার বিষয়টি আদালত খতিয়ে দেখবে বলে জানান প্রধান বিচারপতি। শুধু তাই নয়, এতে ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও উল্লেখ করেন সিব্বল। আদালতে তিনি বলেন, " শুনানি লাইভ স্ট্রিমিং হলে আইজীবীদের উপর ব্যাপক প্রভাব পড়ছে। আমাদের ৫০ বছরের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ছে। আমরা তো অভিযুক্তের হয়ে লড়ছি না। তবে সিব্বলের এ যুক্তি ধোপে টেকেনি প্রধান বিচারপতির সামনে।

BIG BREAKING: Senior Advocate Kapil Sibal representing West Bengal government before the Supreme Court in the Kolkata rape and murder hearing OBJECTS to the live streaming of the proceedings. "Reputation built over 50 years is being destroyed" says Sibal. "Lawyers in our chambers… pic.twitter.com/H3DtNvItUA