IPL Auction 2025 Live

Gurpatwant Singh Pannun: ছাব্বিশে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর উপর হামলার হুমকি খালিস্তানি জঙ্গি পান্নুনের

শিখ ফর জাস্টিস (ভারতে নিষিদ্ধ সংগঠন) গ্রুপের তরফে ভারতের বিরুদ্ধে একাধিক পরিকল্পনা করা হয়। বিদেশের মাটিতে ভারতীয় সংগঠন, ভারতীয় আধিকারিকদের কীভাবে হেনস্থা করা যায়, সেই চেষ্টায় মত্ত শিখ ফর জাস্টিস নামে এক জঙ্গি সংগঠন।

Photo Credits: IANS

দিল্লি, ১৬ জানুয়ারি:  পাঞ্জাবের (Punjab) মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে হুমকি দিল খালিস্তানি (Khalistani Terrorist) জঙ্গি গুরপতওয়াত সিং পান্নুন (Gurpatwant Singh Pannun)। প্রজাতন্ত্র দিবসে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের উপর হামলা করা হোক বলে এক বার্তায় প্রকাশ করে খালিস্তানি জঙ্গি।  পাঞ্জাবের যত গ্যাংস্টার রয়েছে, তারা যাতে একত্রিত হয়ে আম আদমি পার্টির নেতার উপর হামলা চালায়, সেই ডাক দেয় পান্নুন। পাঞ্জাবের এক পদস্থ পুলিশ আধিকারিকের তরফে প্রকাশ করা হয়েছে এই খবর। যার জেরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সন্নিহিত অঞ্চল।  পাঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব বলেন, রাজ্যে যত গ্যাংস্টার রয়েছে, তাদের কোনও কাজে সন্দেহ হলে যাতে কোনও ছাড় দেওয়া না হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছে। গ্যাংস্টারদের বিরুদ্ধে জিরো টলারেন্স পদ্ধতি অনুসরণ করা হচ্ছে বলে জানান পাঞ্জাব পুলিশের ডিজিপি।

শিখ ফর জাস্টিস (ভারতে নিষিদ্ধ সংগঠন) গ্রুপের তরফে ভারতের বিরুদ্ধে একাধিক পরিকল্পনা করা হয়। বিদেশের মাটিতে ভারতীয় সংগঠন, ভারতীয় আধিকারিকদের কীভাবে হেনস্থা করা যায়, সেই চেষ্টায় মত্ত শিখ ফর জাস্টিস নামে এক জঙ্গি সংগঠন।

সম্প্রতি এসএফজে-র তরফে একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করা হয়।  যেখানে সংসদে হামলার দিনের কথা স্মরণ করিয়ে অর্থাৎ ১৩ ডিসেম্বর ভারতীয় গণতন্ত্রের স্তম্ভে হামলা চালানো হবে বলে হুমকি দেওয়া হয়।  যা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়।