Nambi Narayan On Chandrayaan-3: ইসরোর ভূয়সী প্রশংসা প্রাক্তনী নাম্বি নারায়ণের, ভিডিয়োতে শুনুন বিখ্যাত বিজ্ঞানীর বক্তব্য
বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফল ভাবে অবতরণ করতে পেরেছে ভারত। এই অভূতপূর্ব সাফল্যের জন্য সারা বিশ্ব প্রশংসা করছে ইসরোর।
বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফল ভাবে অবতরণ (first country to land on the lunar south pole) করতে পেরেছে ভারত (India)। এই অভূতপূর্ব সাফল্যের জন্য সারা বিশ্ব প্রশংসা করছে ইসরোর (ISRO)। ভারতীয় মহাকাশ সংস্থার প্রশংসায় মুখর হয়ে উঠলেন এখানকার প্রাক্তনী, রকেট্রি সিনেমায় যাঁর জীবনের গল্প বলা হয়েছে সেই বিখ্যাত বি়জ্ঞানী নাম্বি নারায়ণ (Renowned scientist Nambi Narayanan)।
ভারতবাসীর স্বপ্নপূরণ করার জন্য ইসরোর বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, যা আমরা অর্জন করেছি তা অবিশ্বাস্য (unbelievable)। চন্দ্রযান ২-এর সমস্ত ভুল ও ব্যর্থতাগুলো (failure) শনাক্ত করে (addressed) ঠিক করা (rectified) হয়েছে। আর তার ব্যর্থতা আমাদের পক্ষে (favour) এসেছে। আরও পড়ুন: ISRO Releases Moon's Images: চাঁদের দক্ষিণ মেরুতে দাঁড়িয়ে প্রথম ছবি, দেখুন প্রজ্ঞানের তোলা ছবিগুলো
দেখুন ভিডিয়ো: