RC Poudyal Death: প্রাক্তন শিক্ষামন্ত্রীর রহস্যমৃত্যু! তিস্তায় ভেসে উঠল দেহ

মঙ্গলবার ফুলবাড়ির থেকে 8 কিলোমিটার দূরে তিস্তা নদীতে পৌডেলের দেহ ভাসতে দেখা যায় বলে পুলিশ সূত্রে খবর।

সিকিমের প্রাক্তন মন্ত্রী আরসি পৌডেল (Photo Credit:X)

নয়াদিল্লিঃ ৯ দিন নিখোঁজ থাকার পর শিলিগুড়ির (Siliguri) কাছে তিস্তা নদীতে (Teesta River) পাওয়া গেল সিকিমের (Sikkim) প্রাক্তন মন্ত্রী আরসি পৌডেলের দেহ (Former Minister RC Poudyal)। মঙ্গলবার ফুলবাড়ির থেকে 8 কিলোমিটার দূরে তিস্তা নদীতে পৌডেলের দেহ ভাসতে দেখা যায় বলে পুলিশ সূত্রে খবর। জামাকাপড় এবং ঘড়ি দেখে দেহ সনাক্ত করা গিয়েছে তাঁর দেহ, এমনটাই জানানো হয়েছে পুলিশের তরফে। গত ৭ জুলাই,পাকিয়ং জেলার ছোট সিংথাম নিজের বাড়ি থেকে থেকে নিখোঁজ হন সিকিমের প্রাক্তন শিক্ষামন্ত্রী। থানায় নিখোঁজ ডায়ারি করে তাঁর পরিবার। এরপরই তদন্তে নামে পুলিশ। প্রাক্তন মন্ত্রীর খোঁজে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। পূর্ব সিকিমের ছোট সিংথাম এলাকার বাসিন্দা ছিলেন আরসি পৌডেল । 'দ্য রাইজিং সান' দলের নির্বাচিত প্রতিনিধি ছিলেন তিনি। ১৯৭৫ থেকে ১৯৭৯ পর্যন্ত সিকিমের শিক্ষামন্ত্রীর পদে ছিলেন । এরপর ভূমি ও ভূমি রাজস্ব,পর্যটন,বনমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলান।



@endif