RBI Monetary Policy: করোনার কাঁটা, কেন্দ্রীয় বাজেটের পরেও রেপোরেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাংক
গত শুক্রবার কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সাধারণ বাজেটের পরে প্রথম মনিটারি পলিসি ডিসিশনে (RBI monetary policy decision) রেপোরেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তাই ৪ শতাংশেই থাকছে রিজার্ভ ব্যাংকের রেপোরেট। কেন্দ্রীয় বাজেটের পর রিজার্ভ ব্যাংকের এমপিসি বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে অন্যতম এই রেপোরেট অপরিবর্তিত রাখা। এই প্রসঙ্গে রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, “আমাদের ধৈর্য্যের পরীক্ষা নিয়েছে ২০২০। আর ২০২১ আমাদের ইতিহাসে এক নতুন অর্থনৈতিক যুগের সূচনা করেছে।”
মুম্বই, ৫ ফেব্রুয়ারি: গত শুক্রবার কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সাধারণ বাজেটের পরে প্রথম মনিটারি পলিসি ডিসিশনে (RBI monetary policy decision) রেপোরেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তাই ৪ শতাংশেই থাকছে রিজার্ভ ব্যাংকের রেপোরেট। কেন্দ্রীয় বাজেটের পর রিজার্ভ ব্যাংকের এমপিসি বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে অন্যতম এই রেপোরেট অপরিবর্তিত রাখা। এই প্রসঙ্গে রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, “আমাদের ধৈর্য্যের পরীক্ষা নিয়েছে ২০২০। আর ২০২১ আমাদের ইতিহাসে এক নতুন অর্থনৈতিক যুগের সূচনা করেছে।” আজকের অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে রয়েছে গ্রাহক মূল্য সূচক বা সিপিআই। চলতি আর্থিক বছরে গ্রাহক মূল্যবৃদ্ধির সূচক ৫.২ শতাংশ সংশোধন করা হয়েছে। আরও পড়ুন-COVID-19 Latest Sero Survey: যেকোনও মুহূর্তে করোনার কবলে পড়তে পারে দেশের বড় অংশের জনসংখ্যা, সতর্ক করল ICMR
তিনি আরও বলেন, ব্যবসায় উৎপাদনের ক্ষেত্রে গ্রাহকদের আশা ও আত্মবিশ্বাস পুনরুজ্জীবিত হচ্ছেন। একই সঙ্গে পরিষেবা ও পরিকাঠামো খাতেও বাড়ছে উৎপাদন। করোনা খরা কাটিয়ে স্থানীয় ব্যবসা বাণিজ্য একটা শক্ত ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হচ্ছে। গত বছরের শেষের দিকের এক বুলেটিনে আরবিআই জানিয়েছিল, দেশের অর্থনৈতিক কাজর্ম প্রাক কোভিড স্তরে ফেরার চেষ্টা করছে। পূর্বাভাসের থেকেও দ্রুত গতিতে এগোচ্ছে ভারতীয় অর্থনীতির চাকা।