Ratan Tata Health Update: আশঙ্কাজনক অবস্থায় রতন টাটার হাসপাতালে ভর্তি হওয়ার খবর ভুয়ো, সত্য প্রকাশ করলেন প্রবীণ শিল্পপতি
নিজের শারীরিক অবস্থা সম্পর্কে সকলকে অবগত করে তিনি আরও উল্লেখ করেন, 'এই মুহূর্তে আমি কিছু চিকিৎসার মধ্যে দিয়ে যাচ্ছি ঠিকই, তবে তা আমার বয়সজনিত কিছু সমস্যার জন্যে। যা নিয়ে চিন্তার কোন কারণ নেই'।
মুম্বই, ৭ অক্টোবরঃ আশঙ্কাজনক অবস্থায় রতন টাটার হাসপাতালে ভর্তি হওয়ার খবর সম্পূর্ণ ভুয়ো। নিজেই সে কথা জানালেন টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান। এক্স হ্যান্ডেলে শিল্পপতি লিখলেন, 'আমার শারীরিক অবস্থা নিয়ে সদ্য কিছু গুজব ছড়িয়েছে। তবে আমি প্রত্যেককে জানাতে চাই এই খবরের কোন ভিত্তি নেই'। নিজের শারীরিক অবস্থা সম্পর্কে সকলকে অবগত করে তিনি আরও উল্লেখ করেন, 'এই মুহূর্তে আমি কিছু চিকিৎসার মধ্যে দিয়ে যাচ্ছি ঠিকই, তবে তা আমার বয়সজনিত কিছু সমস্যার জন্যে। যা নিয়ে চিন্তার কোন কারণ নেই'।
তবে প্রবীণ শিল্পপতির আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার খবর চাওর হতেই দুশ্চিন্তায় পড়েন তাঁর অনুরাগীরা। ৮৬-এর রতন টাটার কী হয়েছে সেই চিন্তায় ব্যাকুল হন সকলে। তবে তিনি দুশ্চিন্তা করার মত তাঁর যে কিছুই হয়নি সে কথা নিজের মুখেই জানিয়ে দিলেন রতন টাটা। সকলকে আশ্বস্ত করে জানালেন, তিনি খুব ভালো আছেন। আনন্দে আছেন। তবে আগামীদিনে সংবাদমাধ্যম এবং আমজনতাকে এই ধরণের গুজব ছড়ানো থেকে বিরত থাকতে বলেছেন।
রতন টাটার টুইট...
সোমবার বেলায় হঠাৎই খবর ছড়ায়, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রতন টাটা। রবিবার রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে হাসপাতালে আনা হয় টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যানকে। তাঁর রক্তচাপ মারাত্মকভাবে কমে গিয়েছিল। প্রবীণ শিল্পপতীর অবস্থা সংকটজনক। হাসপাতালে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই আইসিইউতে (ICU) ভর্তি করা হয় তাঁকে। খ্যাতনামা কার্ডিওলজিস্ট ডাঃ শারুখ আস্পি গোলওয়ালার পর্যবেক্ষণে রয়েছেন ৮৬ বছরের রতন টাটা। তবে সেই খবর যে সম্পূর্ণরূপে ভুয়ো তা জানিয়ে সকলের ভুল ভাঙান তিনি।