Ram Temple: ২২ জানুয়ারি উদ্বোধনে শুধুই ভিভিআইপি, আমন্ত্রিতরা, তাহলে অযোধ্যায় রাম মন্দিরের দরজা সাধারণদের জন্য খুলছে কবে
আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিন অযোধ্যায় রাম মন্দিরে রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা করবেন।
অযোধ্যা, ১৫ জানুয়ারি: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিন অযোধ্যায় রাম মন্দিরে রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা করবেন। অমিতাভ বচ্চন থেকে সচিন তেন্ডুলকর, রজনিকান্ত থেকে রণবীর কাপুর-আলিয়া ভাটদের মত সেলেবদের রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে পদ্মশ্রী জয়ীরা থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে।
উদ্বোধনের দিন সাধারণ মানুষদের অযোধ্যায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবেদন করেছেন, রামলাল্লার অসুবিধার কথা মাথায় রেখে ২২ জানুয়ারি যেন আমন্ত্রিতরা ছাড়া কেউ যেন অযোধ্যায় না আসেন। সাধারণ মানুষদের প্রবেশ রুখতে অযোধ্যা বর্ডারে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও তৈরি হয়েছে। শুধু ২২ জানুয়ারি নয়, উদ্বোধনের আগের দু দিন মানে ২০ ও ২১ জানুয়ারিও অযোধ্যা রামমন্দিরের সামনে আসতে পারবেন না কোনও সাধারণ মানুষ। সেদিন থেকেই অযোধ্যায় সাধারণ মানুষদের প্রবেশ নিষিদ্ধ হচ্ছে।
এদিন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রর সাধারণ সচিব চম্পত রাই জানালেন, উদ্বোধনের পরদিন মানে আগামী ২৩ জানুয়ারি থেকে সাধারণ মানুষদের জন্য অযোধ্যায় রাম মন্দির দর্শনের জন্য দরজা খুলে যাচ্ছে। সেদিন থেকেই সাধারণ মানুষ অযোধ্যায় রাম মন্দিরে ঢুকে প্রাণ খুলে ভগবান রামের দর্শন করতে পারবেন।
দেখুন খবরটি
সুপ্রিম কোর্টের রায়ের পর অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়। প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকা খরচ করে বিশ্বের সবচেয়ে বড় রাম মন্দির অযোধ্যায় তৈরি হচ্ছে। সাধারণ মানুষদের অযোধ্যায় রাম মন্দির দর্শনের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে ভারতীয় রেল। আধুনিক পরিকাঠামো সহ অযোধ্যায় তৈরি হয়েছে ঝাঁ চকচকে রেল স্টেশন। অযোধ্যায় নতুন বিমানবন্দরও তৈরি হয়েছে। পাশাপাশি শহরের ভিতর চলাচলের জন্য নতুন ই অটো, ই রিকশাও চালু করা হয়েছে। অযোধ্যায় বেশ কিছু হোটেলও তৈরি করা হয়েছে।