PM Narendra Modi On Ram Temple: রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার আগে ১১ দিন উপোস প্রধানমন্ত্রীর, শুরু আজ থেকে
আজ থেকে শুরু করে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রী উপোস থেকে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে হাজির হবেন। এই ঐতিহাসিক এবং শুভ অনুষ্ঠানে হাজির থাকতে পেরে তিনি নিজেকে ধন্য বলে মনে করছেন। এক অডিয়ো বার্তায় এমনই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দিল্লি, ১২ জানুয়ারি: রাম মন্দিরের (Ram Temple) প্রাণ প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের আগে ১১ দিন উপোস করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। অর্থাৎ ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে যে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান, তার আগে ১১ দিন উপোস করে থাকবেন প্রধানমন্ত্রী। যা শুরু হচ্ছে আজ অর্থাৎ ১২ জানুয়ারি। আজ থেকে শুরু করে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রী উপোস থেকে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে হাজির হবেন। এই ঐতিহাসিক এবং শুভ অনুষ্ঠানে হাজির থাকতে পেরে তিনি নিজেকে ধন্য বলে মনে করছেন। এক অডিয়ো বার্তায় এমনই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অডিয়ো বার্তায় প্রধানমন্ত্রী বলেন, 'আর মাত্র ১১ দিন বাকি। ১১ দিন পর রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যায় (Ayodhya)। ওই অনুষ্ঠানে হাজির থাকতে পেরে আমি ধন্য। সেই কথা মনে রেখেই আজ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত তিনি বিশেষ রীতি পালন করবেন' বলে জানান নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠান উপলক্ষ্যে 'আমি প্রত্যেকের আশীর্বাদ চাই।' এমন মন্তব্যও করতে শোনা যায় প্রধানমন্ত্রীকে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে এই অডিয়ো বার্তা প্রকাশ করেন নরেন্দ্র মোদী।