IPL Auction 2025 Live

Ram Temple Consecration: 'রাম মন্দির বানা তো আগ লাগ যায়েগি', বিরোধীদের বক্তব্যকে নস্যাৎ করে খোঁচা প্রধানমন্ত্রীর

রাম মন্দির উদ্বোধনের পর বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দিরের উদ্বোধন কোনও সমস্যার সৃষ্টি করে না। রামলালা হলেন এ দেশের শান্তির প্রতীক। ভারতবর্ষের স্থিরতার প্রতীক। তাই রাম মন্দির উদ্বোধনে কোনও অশান্তি নয়, ভারতবর্ষে আলোর জন্ম হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

Narendra Modi On Ramlala (Photo Credit: ANI/Twitter)

অযোধ্যা, ২২ জানুয়ারি: রাম মন্দির হলে দেশে আগুন জ্বলবে। একটা সময়ে অনেকমানুষকেই এমন মন্তব্য করতে শোনা যেত কিন্তু তাঁরা এ দেশকে চেনেন না। ভারতবর্ষের সমাজের যে শক্তি, তার সঙ্গে পরিচিত ছিলেন না। রাম মন্দির উদ্বোধনের পর বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দিরের উদ্বোধন কোনও সমস্যার সৃষ্টি করে না। রামলালা হলেন এ দেশের শান্তির প্রতীক। ভারতবর্ষের স্থিরতার প্রতীক। তাই রাম মন্দির উদ্বোধনে কোনও অশান্তি নয়, ভারতবর্ষে আলোর জন্ম হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: Narendra Modi In Ram Temple Consecration: রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর চরণামৃত পান করে উপোস ভাঙলেন প্রধানমন্ত্রী

শুনুন কী বললেন নরেন্দ্র মোদী...

 

প্রধানমন্ত্রী আরও বলেন, এবার থেকে আর তাবুতে থাকতে হবে না রামলালাকে। এবার থেকে রামলালা দিব্য মন্দিরে থাকবেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মোদীর কথায়, রাম হলেন এ দেশের ভিত। ভারতবর্ষের মানুষের বিশ্বাস হলেন রাম। রামই হলেন এ দেশের আইন। তিনিই এ দেশের সম্মান বলেও মন্দির উদ্বোধনের পর আবেগ ঝরে পড়ে প্রধানমন্ত্রীর গলায়।