Ram Temple Consecration: অযোধ্যায় কারা পৌঁছলেন, কোন কোন VVIP আমন্ত্রিত রাম মন্দিরের অনুষ্ঠানে দেখুন

তারকাদের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বরাও আমন্ত্রিত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে। যাঁদের মধ্যে মীরা কুমার, দ্রৌপদী মুর্মু, অখিলেশ যাদব, এল কে আদবাণী, উদ্ধভ ঠাকরে-রা আমন্ত্রিত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে। এসবের পাাশাপাশি বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রি, রামদেব, জগৎগুরু রামভদ্রচার্য, সদগুরু এবং দলাই লামাও আমন্ত্রিত।

Ayodhya Ram Temple (Photo Credit: ANI/Twitter)

অযোধ্য়া, ২২ জানুয়ারি: রাম  মন্দিরের (Ram Temple) প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে হাজির হচ্ছেন দেশের বিভিন্ন ক্ষেত্রের তারকারা। রাম  মন্দিরের অনুষ্ঠান উপলক্ষ্যে গোটা দেশে জুড়ে উন্মাদনা তৈরি হয়েছে। ফলে সোমবার সকাল থেকে কেউ অযোধ্যায় (Ayodhya) পৌঁছে গিয়েছেন, আবার কোনও কোনও তারকা রওনা দিতে শুরু করেছে উত্তরপ্রদেশের এই শহরের উদ্দেশে। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে কারা কারা আমন্ত্রিত,

দেখুন...

রাম মন্দিরের অনুষ্ঠানে আমন্ত্রিত বিরাট কোহলি (Virat Kohli), অনিল কুম্বলে, ভেঙ্কটেশ প্রসাদ, সচিন তেন্ডুলকর, সাইনা নেহওয়াল, এম এস ধোনি, মিথিলা রাজ, নীরজ চোপড়া, পিভি সিন্ধু। ক্রীড়া জগতের ব্যক্তিত্বদের সঙ্গে সিনেমা জগতের তারকারাও হাজির হচ্ছেন।  বলিউডের পাশাপাশি দক্ষিণী তারকারা আমন্ত্রিত।  যাঁদের মধ্যে রয়েছেন রজনীকান্ত, কঙ্গনা রানাউত (Kangana Ranaut), অনুপম খের (Anupam Kher), রণদীপ হুডা, শেফালি শাহ, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন। আমন্ত্রিত রণবীর কাপুর, আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানা, টাইগার শ্রফ, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, অক্ষয় কুমার, চিরঞ্জীবী, অজয় দেবগণ, সানি দেওল। বিজেপি সাংসদ হেমা মালিনী (Hema Malini) এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মন্দির প্রাঙ্গনে।

আরও পড়ুন: Ram Temple Consecration: রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান, ঝলমলে অযোধ্যায় পৌঁছচ্ছেন তারকারা

তারকাদের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বরাও আমন্ত্রিত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে। যাঁদের মধ্যে মীরা কুমার, দ্রৌপদী মুর্মু, অখিলেশ যাদব, এল কে আদবাণী, উদ্ধভ ঠাকরে-রা আমন্ত্রিত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে। এসবের পাাশাপাশি বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রি, রামদেব, জগৎগুরু রামভদ্রচার্য, সদগুরু এবং দলাই লামাও আমন্ত্রিত।

রাম মন্দিরের অনুষ্ঠানে আমন্ত্রিত প্রসূন যোশী, সোনু নিগম, মধুর ভান্ডারকর, অনু মালিক, সঞ্জব কাপুর, রতন টাটা, মুকেশ আম্বানি, অনিল আম্বানি, কুমার মঙ্গলম বিড়লা, অজয় পিরামল, আনন্দ মাহিন্দ্রা, কে কৃতিভাষণ, গৌতম আদানিরাও আমন্ত্রিত।



@endif