IPL Auction 2025 Live

Ram Temple: রাম মন্দিরে AI-এর নজরদারি, কড়া পদক্ষেপ প্রশাসনের

রাম মন্দিরের উপর হুমকির আশঙ্কা থেকে সবদিক থেকে নিরাপদ রাখার চেষ্টা করা হচ্ছে। ২২ জানুয়ারি উদ্বোধনে যাতে কোনও ধরনের অশান্তি না হয়, তার জন্যই করা হচ্ছে একের পর এক পদক্ষেপ।

Ram Temple (Photo Credit: File Photo)

দিল্লি, ৪ জানুয়ারি: অযোধ্যার (Ayodhya)রাম মন্দিরের (Ram Temple) উপর নজর রাখতে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের উপর নির্ভর করা হচ্ছে। রামমন্দির উদ্বোধনের দিন অর্থাৎ ২২ জানুয়ারি যাতে কোনওভাবে কোনও অঘটনা না ঘটে কিংবা ভুল ভ্রান্তি না হয়, তার জন্য সব সময় থাকবে AI-এর নজরদারি। নিরাপত্তাজনতি সমস্ত ব্যপারে রাম মন্দিরে থাকবে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের নজরদারি। AI-এর পাশাপাশি ২২ জানুয়ারি রাজ্য পুলিশের ১১ হাজার কর্মী সমানে নজর রাখবেন রাম মন্দিরের উপর। সূত্রের তরফে মিলছে এমন খবর।

আরও পড়ুন: Jitendra Awhad On Ram: 'বহুজন সমাজের প্রতিনিধি রামচন্দ্র নিরামিশাষী ছিলেন না', এনসিপি নেতার কথায় বিতর্ক

রাম  মন্দিরের উপর হুমকির আশঙ্কা থেকে সবদিক থেকে নিরাপদ রাখার চেষ্টা করা হচ্ছে। ২২ জানুয়ারি উদ্বোধনে যাতে কোনও ধরনের অশান্তি না হয়, তার জন্যই করা হচ্ছে একের পর এক পদক্ষেপ। মন্দির চত্বরে সন্দেহজনক কিছু থাকলে, কিংবা কারও গতিবিধির উপর সন্দেহ হলে, AI-এর তরফে তা নীরিক্ষণ করে পরবর্তী পদক্ষেপ করা হবে। সেই কারণেই এই ব্যবস্থা বলে জানা যাচ্ছে।