Ram Navami In Bihar: রাম নবমী ঘিরে উত্তেজনা, বিহারে ফ্ল্যাশ মার্চ আধা সেনার, দেখুন

রিপোর্টে প্রকাশ, সাসারামের মোচি তলা এলাকা থেকেই বিস্ফোরণের মত শব্দ ভেসে আসে। পুলিশ আধিকারিক রাম নরেশ সিং জানান, মোচি তলা থেকে বিস্ফোরণের মত শব্দ পেয়েছেন কিন্তু তা কোনও বাজির আওয়াজ কি না, সে বিষয়ে তাঁরা এখনও সঠিকভাবে কিছু বলতে পারেছন না।

Bihar Sasaram (Photo Credit: ANI/Twitter)

পাটনা, ৩ এপ্রিল: রাম নবমীকে (Ram Navami) কেন্দ্র করে উত্তপ্ত বিহারের (Bihar) সাসারাম (Sasaram)। রাম নবমী কেটে যাওয়ার পর সোমবারও বিস্ফোরণের মত শব্দ ভেসে আসে সাসারাম থেকে। যা নিয়ে ফের স্থানীয়দের মধ্যে ছড়ায় আতঙ্ক। রিপোর্টে প্রকাশ, সাসারামের মোচি তলা এলাকা থেকেই বিস্ফোরণের মত শব্দ ভেসে আসে। পুলিশ আধিকারিক রাম নরেশ সিং জানান, মোচি তলা থেকে বিস্ফোরণের মত শব্দ পেয়েছেন কিন্তু তা কোনও বাজির আওয়াজ কি না, সে বিষয়ে তাঁরা এখনও সঠিকভাবে কিছু বলতে পারেছন না। এদিকে সাসারামে যাতে আর নতুন করে উত্তেজনা না ছড়ায়, তার জন্য ফ্ল্যাগ মার্চ শুরু করল পুলিশ সেনা আধা সেনা। কোনওভাবেই যাতে আর নতুন করে উত্তপ্ত না হয় রোহতাস জেলার সাসারাম, তার জন্য করা হয়েছে উপযুক্ত পদক্ষেপ।

আরও পড়ুন: Swara Bhasker On Ram Navami: 'ধর্মীয় মিছিলে কেন অস্ত্র বহন করা হবে?' রাম নবমী নিয়ে ট্যুইট স্বরা ভাস্করের

বিহারের সাসারামে রাম নবমীর উত্তেজনার ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ৪৩ জনকে গ্রেফতার করেছে। সেই সঙ্গে সাসারামের ২৭টি জায়গা মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার ঘেরাটোপে।