Ram Navami 2024: নির্দিষ্ট মুহূর্তে রামলালার কপালে 'সূর্য তিলক', গোটা দেশ সাক্ষী রইল এক অভূতপূর্ব ঘটনার (দেখুন ভিডিও)

রাম মন্দির তৈরির সময়েই এই সূর্য তিলকের পরিকল্পনা করা হয়েছিল। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, রুরকি (আইআইটি-আর)-র বিজ্ঞানীদের উপর এই সূর্য তিলক ডিজাইনের দায়িত্ব দেওয়া হয়।

Surya Tilak On Ram Lala Photo Credit: Twitter@DDNational

অযোধ্যার রাম মন্দিরে এই প্রথমবার রাম নবমী পালিত হচ্ছে। আর এই বিশেষ দিনে ঘটল এক আশ্চর্য ঘটনা। রাম নবমীর শুভ লগ্নে রামলালার বিগ্রহের ঠিক কপালে এসে পড়ল সূর্যের কিরণ। এই ঘটনাকে বলা হয় সূর্য অভিষেক' বা 'সূর্য তিলক'।সূর্য অভিষেক শব্দটি সূর্য (সূর্য) এবং অভিষেক (একটি শুদ্ধিকরণ অনুষ্ঠান) থেকে তৈরি হয়েছে। মনে করা হয় শ্রীরাম ইশ্বকু বংশের, অর্থাৎ, তিনি সূর্যের বংশধর বা সূর্যবংশী। তাই এই ঘটনা ধর্মীয় দিক দিয়েও বেশ তাৎপর্যপূর্ণ।

দেখুন সেই মুহুর্তের ভিডিও-

রাম মন্দির তৈরির সময়েই এই সূর্য তিলকের পরিকল্পনা করা হয়েছিল। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, রুরকি (আইআইটি-আর)-র বিজ্ঞানীদের উপর এই সূর্য তিলক ডিজাইনের দায়িত্ব দেওয়া হয়। তবে, এই পদ্ধতির ব্যবহার একেবারে নতুন কিছু নয়। ভারতীয় উপমহাদেশের বহু প্রাচীন মন্দিরেই এই প্রযুক্তি দেখতে পাওয়া যায়।রাম মন্দিরেও সেই একই  মেকানিজম ব্যবহার করা হয়েছে। তবে এর ইঞ্জিনিয়ারিং একটু আলাদা।



@endif