IPL Auction 2025 Live

Rajya Sava : মণিপুর ইস্যুতে রাজ্যসভায় সাসপেনশন অফ নোটিশ দিলেন কংগ্রেস সহ একাধিক দল

রুল নাম্বার ২৬৭ অধীনে মণিপুরে ঘটে চলা হিংসা নিয়ে এবং সেই হিংসাকে রুখতে ব্যর্থ হওয়াও কেন্দ্র এবং রাজ্য সরকারের উদাসীনতাকে কেন্দ্র করে উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে আলোচনার প্রস্তাব কংগ্রেস সাংসদের।

Manipur (Photo Credit: Twitter)

মণিপুর নিয়ে সাসপেনশন অফ বিজনেস নোটিশ দিলেন কংগ্রেস সাংসদ রঞ্জিত রঞ্জন।এবং অন্যান্য দলের সদস্যরা। রুল নাম্বার ২৬৭ অধীনে মণিপুরে ঘটে চলা হিংসা নিয়ে এবং সেই হিংসাকে রুখতে ব্যর্থ হওয়াও কেন্দ্র এবং রাজ্য সরকারের উদাসীনতা। এবং মণিপুরে নারীদের নিয়ে ঘটে চলা ধিক্কারজনক পরিস্থিতি আলোচনা জন্য এই নোটিশ দিলেন কংগ্রেস সাংসদ রঞ্জিত রঞ্জন(Ranjit Ranjan)।

মণিপুরে হিংসার ঘটনা এখনও থামেনি। বরং দিন দিন বিভিন্ন এলাকায় তা বেড়েই চলেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।এক মহিলাকে নগ্ন করে ঘোরানোর ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে দেশ। সংসদে এই নিয়ে বিপুল বিতর্ক শুরু হয়।প্রবল চাপের মধ্যে পড়ে এই বিষয় নিয়ে বিবৃতি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)।

বিরোধীদের পক্ষ থেকেও মণিপুর নিয়ে আলোচনায় বসার আহব্বান জানানো হয়। মণিপুর যাতে আবার আগের মত শান্ত পরিস্থিতিতে ফিরে আসে তার জন্য কড়া ব্যবস্থার কথাও জানানো হয়। তবে জাতিগত হিংসা ইস্যুতে পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে কড়া হাতে দমন না করলে তা আরও বড় সমস্যার সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে।

এর পাশাপাশি বিদেশী শক্তির সাহায্যের বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মণিপুরে হিংসার পেছনে বিদেশী শক্তির হাত রয়েছে কিনা তাও নজরে রাখা হচ্ছে।

তাই এইসব বিষয়ে নিয়ে আলোচনার জন্য বিরোধীপক্ষ তথা কংগ্রেসের তরফে আলোচনার জন্য নোটিশ দেওয়া হল।