Amar Singh Death: প্রয়াত রাজ্যসভার সাংসদ অমর সিং
প্রয়াত রাজ্যসভার সাংসদ অমর সিং (Amar Singh)। তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। বেশ কয়েক মাস ধরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি একটি প্রতিবেদনে বলা হয়েছিল যে অমর সিংকে আইসিইউতে রাখা হয়েছে। সিঙ্গাপুরে তাঁর পরিবারও রয়েছে।
নতুন দিল্লি, ১ অগাস্ট: প্রয়াত রাজ্যসভার সাংসদ অমর সিং (Amar Singh)। তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। বেশ কয়েক মাস ধরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি একটি প্রতিবেদনে বলা হয়েছিল যে অমর সিংকে আইসিইউতে রাখা হয়েছে। সিঙ্গাপুরে তাঁর পরিবারও রয়েছে।
আজ সকালেই বাল গঙ্গাধর তিলকের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানান তিনি। এছাড়াও অনুগামীদের ইদের শুভেচ্ছা জানান। টুইটার প্রোফাইল ইঙ্গিত দিয়েছে যে অসুস্থতা সত্ত্বেও তিনি সোশাল মিডিয়ায় খুব সক্রিয় ছিলেন।
২০১৩ সালে দুবাইতে থাকাকালীন তাঁর কিডনি ফেল হয়ে যায়। ২০১৬ সালে তিনি আবারও রাজনৈতিক জীবনে ফিরে আসেন। চলতি সালের মার্চ মাসে অমর সিংয়ের মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে পড়লে সমাজবাদী পার্টির প্রাক্তন নেতা বলেছিলেন: "টাইগার জিন্দা হ্যায়।"