Rajput Karni Sena: রাজস্থানে সভা চলাকালীন গুলিবিদ্ধ রাজপুত করনি সেনার সভাপতি
ঘটনাস্থলের একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা যাচ্ছে, রাজপুত করনি সেনার কর্মী ও স্থানীয় বাসিন্দারা দিগ্বিজয়কে ধরে বেধড়ক মারধর করছেন। পুলিশ কর্মীরা তাঁদের আটকানোর পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
উদয়পুর: রবিবার রাজস্থানে (Rajasthan) প্রকাশ্যে গুলিবিদ্ধ (shot) হলেন রাজপুত করনি সেনার (Rajput Karni Sena) রাজ্য সভাপতি (state president) ভানওয়ার সিং। তাঁকে গুলি চালানোর জেরে দিগ্বিজয় নামে এক ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উদয়পুরে (Udaipur)।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার উদয়পুরে রাজপুত করনি সেনার একটি সভা চলছিল। সেই সময় আচমকা রাজস্থানের রাজ্য সভাপতি ভানওয়ার সিং-কে লক্ষ্য করে গুলি চালায় দিগ্বিজয়। এর ফলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন করনি সেনার নেতা। চোখের সামনে আচমকা এই ঘটনা ঘটতে দেখে প্রথমে হকচকিয়ে যান সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা। পরে অবশ্য দিগ্বিজয়কে ধরে বেধড়ক মারধর (thrashed) করতে শুরু করেন। খবর পেয়ে পুলিশ এসে ভানওয়ার ও দিগ্বিজয়কে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। বর্তমানে দুজনেই সেখানে চিকিৎসাধীন (treatment)। পরে এই ঘটনার জেরে দিগ্বিজয়কে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তের পর জানা গেছে, পুরনো শত্রুতার (old enmity) কারণেই এই ঘটনা ঘটিয়েছে সে।
পরে ঘটনাস্থলের একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা যাচ্ছে, রাজপুত করনি সেনার কর্মী ও স্থানীয় বাসিন্দারা দিগ্বিজয়কে ধরে বেধড়ক মারধর করছেন। পুলিশ কর্মীরা তাঁদের আটকানোর পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আরও পড়ুন: Priyanka Gandhi Varanasi: মোদীর বিরুদ্ধে বারাণসী থেকে লড়ছেন প্রিয়াঙ্কা গান্ধী! স্বামী রবার্ট বঢ়রা, সাংসদ সঞ্জয় রাউত দিলেন ইঙ্গিত