Rajouri Terror Attack: ফের উত্তপ্ত কাশ্মীর, সেনা ক্যাম্প লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা

বিগত কয়েকদিন ধরে বারেবারে রক্ত ঝড়ছে উপত্যকায়। সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ হয়েছেন কয়েকজন ভারতীয় সেনা।

প্রতীকী ছবি (Photo Credit: ANI)

নয়াদিল্লিঃ ফের জঙ্গি হামলায় (Terror Attack) কেঁপে উঠল ভূস্বর্গ। সেনা (Army) ক্যাম্প লক্ষ্য করে চলল এলোপাথাড়ি গুলি। জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) রাজৌরি (Rajouri)  জেলার গুন্ডা (Gunda) এলাকায় এই হামলা হয় বলে জানা যাচ্ছে। গুলির শব্দ শোনা যাচ্ছে মুহুর্মুহু। জঙ্গি দমন অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। সেনা সূত্রে খবর, বড় ঘটনা ঘটাতেই এই হামলা চালানো হয়। কিন্তু ভারতীয় সেনা তা রুখে দেয়। রবিবার রাত ৩ টে বেজে ১০ মিনিট নাগাদ এই হামলা হয় বলে খবর। আচমকাই সেনা ক্যাম্প লক্ষ্য করে গুলিবৃষ্টি শুরু হয়। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। সেনা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সুনীল বার্টওয়াল বলেন, "রাজৌরির একটি গ্রামের সেনা ঘাঁটিতে বড়সড় হামলা চালিয়েছে জঙ্গিরা। সন্ত্রাসবাদীদের ধরতে অভিযান চলছে।" বিগত কয়েকদিন ধরে বারেবারে রক্ত ঝড়ছে উপত্যকায়। সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ হয়েছেন কয়েকজন ভারতীয় সেনা। ১৫ জুলাই ডোডায় এনকাউন্টারে এক সেনা অফিসার সহ ৪ জওয়ান শহিদ হন। এ ছাড়া ৯ জুন রিয়াসিতে পুণ্যার্থী বোঝাই বাসে হামলায় নিহত হন ৯ জন যাত্রী। অন্যদিকে অভিযান চালিয়ে নিকেশ করা হয়েছে বহু জঙ্গিকে। সপ্তাহ দুয়েক আগেই রাজৌরি জেলার মাঞ্জাকোটে সেনা ক্যাম্পে  হামলা চালানোর ছক কষে জঙ্গিরা। সেনা-জঙ্গি সংঘর্ষে আহত হন ১ জওয়ান।



@endif