Rajnath Singh On Rafale Induction: যারা ভারতের সার্বভৌমত্বকে নজরে রেখেছে তাদের জন্য কঠোর বার্তা রাফাল, নাম না করেই চিনকে কটাক্ষ রাজনাথ সিংয়ের

গত ২৯ জুলাই ফ্রান্স থেকে ভারতে আসা ৫ যুদ্ধবিমান রাফাল বৃহস্পতিবার আম্বালার বায়ুসেনা বেসে আনুষ্ঠানিকভাবে ভারতীয় বায়ুসেনার ১৭ নম্বর স্কোয়াড্রন গোল্ডেন অ্যারোসের অন্তর্ভুক্ত হল। এই অনুষ্ঠানে যোগ দিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, “রাফালের আগমনে সমগ্র বিশ্বের কাছে বড় ও কঠোর বার্তা পৌঁছালো। বিশেষত তাদের কাছে যারা আমাদের সার্বভৌমত্বের দিকে নজর রেখে চলেছে। আমাদের দেশের সীমান্ত এলাকার যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার থেকে বলা হল ভাল সীমান্তে পরিস্থিতি তৈরি করা হয়েছে। তা বিবেচনা করে এটুকুই বলব যে রাফালের আনয়ন জরুরি ছিল।”

আম্বালায় রাজনাথ সিং (Photo Credits: ANI)

আম্বালা, ১০ সেপ্টেম্বর: গত ২৯ জুলাই ফ্রান্স থেকে ভারতে আসা ৫ যুদ্ধবিমান রাফাল বৃহস্পতিবার আম্বালার বায়ুসেনা বেসে আনুষ্ঠানিকভাবে ভারতীয় বায়ুসেনার ১৭ নম্বর স্কোয়াড্রন গোল্ডেন অ্যারোসের অন্তর্ভুক্ত হল। এই অনুষ্ঠানে যোগ দিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, “রাফালের আগমনে সমগ্র বিশ্বের কাছে বড় ও কঠোর বার্তা পৌঁছালো। বিশেষত তাদের কাছে যারা আমাদের সার্বভৌমত্বের দিকে নজর রেখে চলেছে। আমাদের দেশের সীমান্ত এলাকার যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার থেকে বলা হল ভাল সীমান্তে পরিস্থিতি তৈরি করা হয়েছে। তা বিবেচনা করে এটুকুই বলব যে রাফালের আনয়ন জরুরি ছিল।” এমনিতেই প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ইন্দো-চিন উত্তেজনার মধ্যেই ফের প্রতিবেশী চিনের দিকে কটাক্ষ ছুঁড়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।

প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য

তিনি আরও বলেন, “আইএএফ-এ রাফালের অন্তর্ভুক্তিই ভারত ফ্রান্সের দৃঢ় সম্পর্কের প্রতিনিধিত্ব করছে। এরফলে আমাদের দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী হল। জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। তাই যুদ্ধবিমান রাফালের আনয়ন ভারতের সীমান্তকে সুরক্ষিত করবে। সমস্ত রকম বাধার মুখে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করাই শুধু নয়, ভারতীয় সেনা একই সঙ্গে যেকোনও পরিস্থিতির মোকাবিলাতেও সক্ষম।” এদিন হরিয়ানার আম্বালা এয়ারবেসে সর্ব ধর্ম পুজোর মধ্যে দিয়ে  আনুষ্ঠানিকভাবে ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত হল রাফালের পাঁচটি যুদ্ধবিমান। আকাশে হল বায়ুসেনার শক্তি প্রদর্শন, Su-30 ও জাগুয়ারের সঙ্গে চলল রাফালের পারফরম্যান্স। সাক্ষী থাকলেন ভারত ও ফ্রান্স সরকারের বিশিষ্ট ব্যক্তিরা। এই পাঁচ রাফালকে বায়ুসেনা পরিবারে অন্তর্ভুক্ত করার আগে 'ওয়াটার স্যালুট'-এ স্বাগত জানানো হয়। আরও পড়ুন-West Bengal: করোনা আবহেই জনমুখী প্রকল্প, ক্ষুদ্র ও মাঝারি সংস্থার জন্য এবার ১০০টি শিল্পপার্ক গড়বে রাজ্য

রাফালের বায়ুসেনার অন্তর্ভুক্তির অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার সকালেই দিল্লি এসে পৌঁছন ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লে। এ দিনের অনুষ্ঠানে তিনি ও ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-ই ছিলেন প্রধান অতিথি। ২০১৭ সালের পর থেকে এই নিয়ে তৃতীয়বার ভারতে এলেন ফ্রোরেন্স পার্লে। ফরাসি প্রতিনিধিদের মধ্যে ছিলেন ভারতে ফ্রান্সের রাষ্ট্রদূত ইমানুয়েল লেনেন, ফরাসি বায়ুসেনার ভাইস চিফ অফ এয়ার স্টাফ এয়ার জেনারেল এরিক অটেলেট ও অন্যান্যরা। ভারতরে তরফে এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল আরকে ভাদুরিয়া, প্রতিরক্ষা সচিব ড. অজয় কুমার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।