Rajinikanth to Launch Political Party: রাজনৈতিক দল গঠনের কথা ঘোষণা অভিনেতা রজনীকান্তের

রাজনৈতিক দল (Political Party) গঠনের কথা ঘোষণা করলেন অভিনেতা রজনীকান্ত (Rajinikanth)। আজ টুইট করে দল ঘোষণার কথা জানান তিনি। তিনি লেখেন, একটি রাজনৈতিক দল আগামী বছর জানুয়ারিতে সূচনা করা হবে। এ সম্পর্কে ঘোষণা ৩১ ডিসেম্বর করা হবে।

Rajinikanth (Photo Credits: Facebook)

চেন্নাই, ৩ ডিসেম্বর: রাজনৈতিক দল (Political Party) গঠনের কথা ঘোষণা করলেন অভিনেতা রজনীকান্ত (Rajinikanth)। আজ টুইট করে দল ঘোষণার কথা জানান তিনি। তিনি লেখেন, একটি রাজনৈতিক দল আগামী বছর জানুয়ারিতে সূচনা করা হবে। এ সম্পর্কে ঘোষণা ৩১ ডিসেম্বর করা হবে।

টুইটারে দক্ষিণী সুপারস্টার লেখেন, "'আমরা বদলে যাব, আমরা সবকিছু বদলে ফেলব এবং এখন না হলে কখনও হবে না।" তিনি আরও যোগ করেছেন যে ২০২১ সালে আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে জয়ের বিষয়ে তিনি আশাবাদী। এছাড়াও তিনি আশাবাদী যে এমন একটি সৎ, সরল, খোলামেলা, দুর্নীতিহীন এবং সাহসী রাজনীতি তৈরি করা যা কোনও জাত বা ধর্মকে সমর্থন করে না।

৩০ নভেম্বর রাঘবেন্দ্র কল্যাণ মন্ডপামে রজনীকান্ত তাঁর রজনী মাক্কাল মন্দ্রাম-র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। রাজনৈতিক দল শুরু করার পক্ষে ও কুফল নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে। সর্থকরা অভিনেতার কাছে দাবি করেছেন যে অবশ্যই দল গঠন করা উচিত। আরও দাবি উঠেছে যে দল গঠন করা হলে রজনীকান্ত মুখ্যমন্ত্রী প্রার্থী হবেন এবং অন্য কেউ মুখ্যমন্ত্রী প্রার্থী হিসাবে গ্রহণযোগ্য হবেন না।