Rajasthan Borewell: ৭ দিন অতিক্রান্ত, কুয়োর মধ্যেই আটকে তিন বছরের শিশু, আলোয় পথে চেতনার হাতছানি

৭০০ ফুট গভীর কুয়ো থেকে শিশুকে বের করে আনার জন্যে দিনরাত পরিশ্রম করছেন জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থলের পাশেই আস্তানা করে নিজেদের থাকার ব্যবস্থা করেছেন উদ্ধারকর্মীরা।

Rajasthan Borewell (Photo Credits: X)

জয়পুর, ৩০ ডিসেম্বরঃ রাজস্থানের বেহরোর জেলায় কোটপুতলি (Kotputli) গ্রামে এখনও কুয়োর (Borewell) মধ্যে আটকে সাড়ে তিন বছরের খুদে। তাকে এখনও উদ্ধার করা গেল না। সাত দিন অতিক্রান্ত। ৭০০ ফুট গভীর কুয়ো থেকে শিশুকে বের করে আনার জন্যে দিনরাত পরিশ্রম করছেন জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থলের পাশেই আস্তানা করে নিজেদের থাকার ব্যবস্থা করেছেন উদ্ধারকর্মীরা। কুয়োর অন্ধকার থেকে আলোর পথে হাতছানি দিচ্ছে চেতনা। কুয়োর ভিতরে কেমন আছে শিশু? প্রাণ আছে তার শরীরে? ভেবলেই গায়ে কাঁটা দিচ্ছে গ্রামবাসীর।

গত সোমবার ২৩ ডিসেম্বর বেহরোর কোটপুতলিতে বাবার ফার্মে খেলতে খেলতে ৭০০ ফুট গভীর কুয়োর মধ্যে পড়ে যায় বছর তিনের চেতনা। গভীর কুয়োর মধ্যে থেকে শিশুটিকে বের করার জন্যে একযোগে প্রচেষ্টা চালাচ্ছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। বহু কৌশল অবলম্বন করছে তাঁরা। কিন্তু একে একে বিফল হয় সবই। কুয়োর মাটি ভিজে থাকায় উদ্ধারকাজ নানা বাধার সম্মুখীন হচ্ছে। এরই মাঝে উদ্ধারকাজে দোসর হয় বৃষ্টি। শুক্রবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়। ফলে আটকে যায় উদ্ধারকাজ। শনিবার সকাল থেকে ফের শুরু হয় উদ্ধারকারীদের অভিযান। আজ রবিবারও তা অব্যাহত। বৃষ্টির পরে তীব্র ঠাণ্ডার মধ্যেই জারি উদ্ধারকাজ।

অব্যাহত উদ্ধারকাজ... 

সময় যত এগোচ্ছে বাড়ছে আতঙ্ক। কখন উদ্ধার করা সম্ভব হবে শিশুটিকে তা নিয়ে কিছুই বলতে পারছে না স্থানীয় প্রশাসন। এদিকে জানা যাচ্ছে, পড়ে যাওয়ার চারদিন পর থেকেই নড়াচড়া বন্ধ করে দিয়েছে চেতনা। ফলে উদ্বেগ, আশঙ্কা, দুশ্চিন্তার মেঘ গ্রাস করেছে চেতনার পরিবারকে।