Rajasthan: জীবিত ব্যক্তিকে মৃত ভেবে পাঠানো হল মর্গে, চিতায় তুলতেই শরীরে নড়চড়, তারপর...

চিতার উপর মৃতদেহ রাখার সময়ে আচমকাই চোখে পড়ল এক অবিশ্বাস্য ঘটনা। শ্মশানে উপস্থিত কয়েকজন শরীরের নড়াচড়া লক্ষ্য করেন। মৃত ব্যক্তিকে নিঃশ্বাস নিতে দেখা যায়। হতভম্ভ প্রত্যেকেই।

Man comes back to life after being declared dead in Rajasthan (Photo Credits: X)

জীবিত ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে পাঠানো হল মর্গে (Morgue)। ঘণ্টা দুই তিন মর্গের ফ্রিজারে রাখার পর দেহ নিয়ে যাওয়া হল শ্মশানে। শুরু হয় শেষকৃত্যের কাজ। আচমকাই মৃত ব্যক্তির শরীরে নড়নচড়ন চোখে পড়ে কয়েকজনের। কাছে এসে দেখ যায় নিঃশ্বাস নিচ্ছে দেহ। অবিশ্বাস্যকর এক কাণ্ডের সাক্ষী রাজস্থানের (Rajasthan) ঝুনঝুনু (Jhunjhunu) শহরবাসী। তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়। ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই ঘটনা জানাজানি হতেই প্রশাসনের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হয়। কার বা কাদের গাফিলতির কারণে জীবিত ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হল? এমন অস্বাভাবিক ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

ঘটনাটি কী ঘটেছিল?

রাজস্থানের ঝুনঝুনা শহরের বাগদা মা সেবা সংস্থার আশ্রয়কেন্দ্রে বসবাসকারী এক বছর ৪৫-এর ব্যক্তি রোহিতাশ বৃহস্পতিবার বিকেল হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। মূক এবং বধির ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি দেখে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগে রেখে যাবতীয় পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা রোহিতাশকে মৃত বলে জানিয়ে দেয়। এরপর মৃতদেহ মর্গে পাঠানো হয়। মর্গের ফ্রিজারে ঘণ্টা দুই তিন রাখার পর আশ্রয়কেন্দ্রের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয় দেহ। মৃতদেহটি পঞ্চদেব মন্দিরের কাছে একটি শ্মশানে নিয়ে যাওয়া হয়। সেখানেই শেষকৃত্যের আয়োজন করা হয়েছিল।

চিতার উপর মৃতদেহ রাখার সময়ে আচমকাই চোখে পড়ল এক অবিশ্বাস্য ঘটনা। শ্মশানে উপস্থিত কয়েকজন শরীরের নড়াচড়া লক্ষ্য করেন। মৃত ব্যক্তিকে নিঃশ্বাস নিতে দেখা যায়। এরপরেই তো মাথায় হাত সকলের। হতভম্ভ প্রত্যেকেই। আর একটু হলেই তো জীবিত ব্যক্তিকে মৃত ভেবে জ্যান্ত জ্বালিয়ে দিচ্ছিল তারা। তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হয় রোহিতাশকে। সেখানে চিকিৎসকেরা নিশ্চিত করেন, ওই ব্যক্তি বেঁচে আছেন।



@endif