Rajasthan: দুই সন্তানকে খুন করে আত্মঘাতী দম্পতি

ঘটনাটি ঘটেছে রাজস্থানের জাটিখেড়ি জেলার গঙ্গাধর থানার অন্তর্গত একটি এলাকায়।

প্রতীকী ছবি (File Photo)

নয়াদিল্লিঃ দুই সন্তানকে নিজের হাতে খুন করে আত্মঘাতী(Suicide) স্বামী-স্ত্রী(Husband-Wife)। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের(Rajasthan) জাটিখেড়ি জেলার গঙ্গাধর থানার অন্তর্গত একটি এলাকায়। জানা গিয়েছে, নিজেদের পাঁচ এবং এক বছরের দুই সন্তানকে খুন(Murder) করে নাগু সিং(৩০) এবং সন্তোষবাই(২৩)। পাঁচ বছরের পুত্র সন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ওই দম্পতি। ইতিমধ্যেই মামলা দায়ের করে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, পারিবারিক বচসার জেরেই এই খুন। তবে এর পিছনে অন্য কোনও কারণ লুকিয়ে রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার, নাগু সিংয়ের বাড়িতে আসেন তার কাকিমা। তিনিই পরিবারের সকলকে মৃত অবস্থায় দেখেন। এরপর খবর দেওয়া হয় পুলিশে। এরপর পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

দুই সন্তানকে খুন করে আত্মঘাতী দম্পতি



@endif