Rajasthan: চারজনের সঙ্গে নির্বাচনে লড়তে হবে কংগ্রেসকে, জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে

বিজেপির পাশাপাশি ইডি, সিবিআই এবং আয়কর দফতরের সঙ্গেও নির্বাচনে লড়তে হবে একথা জানান খাড়গে

রাজস্থানে বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগে প্রচারে এসে বিজেপিকে আক্রমন শানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

রাজস্থানের জয়পুরের নির্বাচনী প্রচারে এসে খাড়গে জানান,  "আমরা শুধুমাত্র বিজেপির সঙ্গে লড়াই করছি না।নির্বাচনে বিজেপি কংগ্রেসর বিরুদ্ধে ৪ জন প্রাথী দাঁড় করিয়েছে। একটা তাঁদের নিজের, একটি ইডি, একটি সিবিআই, এবং একটি আয়কর দফতর।আমাদেরকে এদের সবার বিরুদ্ধে জিততে হবে।তাঁদের যখন ইচ্ছা তাঁকা ইডি সিবিআইকে ছাড়তে পারবে।আমাদের ওপর তল্লাশি চালানো হবে যখন আমরা মিটিং বা সেশনস করবো"।

নির্বাচনী প্রচার উপলক্ষ্য রাজস্থানের জয়পুরে ইতিমধ্যেই হাজির হয়েছেন রাহুল গান্ধী। পৌছেছেন অন্যান্য কংগ্রেস নেতারাও। বেশ কিছুদিন আগেই মহিলাদের ওপর অত্যাচার নিয়ে মুখ খোলার অভিযোগে মন্ত্রীত্ব থেকে সরানো হয় রাজেন্দ্র গৌড়াকে। তারপর থেকে রাজস্থান সরকারের দুর্নীতি নিয়ে সরব হয়েছেন রাজেন্দ্র গৌড়া। এমনকি বিজেপিতেও যোগ দেন কংগ্রেসের এই বিধায়ক।

 



@endif