Narendra Modi: 'মোদী ক্ষমতায় থাকলে, হিন্দুস্থান শেষ হয়ে যাবে', কংগ্রেস নেতা মন্তব্য ঘিরে জোর বিতর্ক
সম্প্রতি কংগ্রেসের ওই নেতা মন্তব্য করেছেন, নিজেদের মধ্যে লড়াই বন্ধ করে, নরেন্দ্র মোদীকে কীভাবে 'ক্ষমতাচ্যুত' করা যায়, সেই কথা ভাবুন।'মোদী ক্ষমতায় থাকলে, হিন্দুস্থান শেষ হয়ে যাবে' বলে মন্তব্য করেন ওই কংগ্রেস নেতা। কংগ্রেস নেতার ওই মন্তব্যের পর থেকেই জোরদার বিতর্ক শুরু হয়েছে
দিল্লি, ১৪ মার্চ: রাজস্থানের কংগ্রেস নেতা সুখবিন্দর সিং রনধাওয়া যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) বিষয়ে মন্তব্য করেছেন, তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সুখবিন্দর সিং রনধাওয়া নরেন্দ্র মোদীকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা প্রধানমন্ত্রীর সম্মানহানি করেছে। রাহুল গান্ধী (Rahul Gandhi) যেভাবে বিদেশের মাটিতে দেশের সম্মানহানি করেছেন, ঠিক সেইভাবে সুখবিন্দর সিং রনধাওয়াও প্রধানমন্ত্রীর সম্মানহানি করেছেন বলে অভিযোগ বিজেপির।
সম্প্রতি কংগ্রেসের (Congress) ওই নেতা মন্তব্য করেছেন, নিজেদের মধ্যে লড়াই বন্ধ করে, নরেন্দ্র মোদীকে কীভাবে 'ক্ষমতাচ্যুত' করা যায়, সেই কথা ভাবুন।' মোদী ক্ষমতায় থাকলে, হিন্দুস্থান শেষ হয়ে যাবে' বলে মন্তব্য করেন ওই কংগ্রেস নেতা। কংগ্রেস নেতার ওই মন্তব্যের পর থেকেই জোরদার বিতর্ক শুরু হয়েছে। সুখবিন্দর সিং ২০১৯ সালে পুলওয়ামা হামলা নিয়ে যে মন্তব্য করেন, তা নিয়ে জোর চর্চা শুরু করেছে বিজেপি।
আরও পড়ুন: Terror Funding Case: জঙ্গিদের অর্থ দিচ্ছে কারা, জম্মু কাশ্মীর জুড়ে তল্লাশি NIA-এর
'পুলওয়ামা হামলা কীভাবে হয়? পুলওয়ামা হামলা নিয়ে তদন্ত করা হোক। নির্বাচনে লড়তেই কি পুলওয়ামা হামলা করা হয়' বলে প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা। মোদী জানেন না 'দেশভক্তি' কাকে বলে। বিজেপির কোন নেতা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন বলে প্রশ্ন তোলেন রনধাওয়া।
কংগ্রেস নেতার ওই মন্তব্যের পর পালটা আক্রমণ করেন বিজেপি নেতা সতীশ পুনিয়া। তিনি বলেন, পুলওয়ামা হামলা নিয়ে যে মন্তব্য করা হয়েছে, তাতে শহিদদের 'অপমানিত' করা হয়। এসবের পাশাপাশি কংগ্রেস নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও 'অপমান' করেছেন বলে অভিযোগ করা হয় বিজেপির তরফে। প্রসঙ্গত ২০১৯ সালে পুলওয়ামা হামলায় শহিদ হন দেশের ৪০ জন সেনা জওয়ান।