Covid-19: রাজস্থানে মুখ্যমন্ত্রী অশোক গেহলেটর মত প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেও করোনায় আক্রান্ত
একই দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন রাজস্তানের দুই মহারথি রাজনীতিবিদ-কংগ্রেসের অশোক গেহলট ও বসুন্ধরা রাজে।
জয়পুর, ৪ এপ্রিল: একই দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন রাজস্তানের দুই মহারথি রাজনীতিবিদ-কংগ্রেসের অশোক গেহলট ও বসুন্ধরা রাজে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট কোভিডে আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে। তাঁর মৃদু উপসর্গ রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, আগামী কিছু দিন বাড়ি থেকেই নিজের সমস্ত কাজ সামলাবেন বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Rajasthan CM Ashok Gehlot)।
২০১৮ সালে যাকে সরিয়ে অশোক গেহলেট রাজস্থানের কুর্সিতে বসেছিলেন বিজেপির সেই বসুন্ধরা রাজেও করোনা আক্রান্ত। তাঁর করোনার মৃদু উপসর্গ রয়েছে।
দেখুন টুইট
ভারতে করোনা গ্রাফ আচমকাই উঠতে শুরু করেছে। দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ হাজার। কোভিডে মৃত্যুর সংখ্য়াও বাড়ছে। এমন সময় দেশের বিভিন্ন ক্ষেত্রের সেলেবরাও করোনায় আক্রান্ত হয়েছে। আইপিএলের কমেন্ট্রির কাজে ব্যস্ত দেশের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া করোনায় আক্রান্ত হন। বলিউড অভিনেত্রী পূজা ভাটও কোভিডে আক্রান্ত হন।