Rajasthan Accident: হাইওয়ের উপর হাই-ভোল্টেজ তারের সংস্পর্শে বাস; ঝলতে মৃত্যু ৬ জনের, আহত একাধিক
দিল্লি-জয়পুর (Delhi-Jaipur) জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। রাজস্থানের (Rajasthan) আখরোলে বাস দুর্ঘটনায় (Bus Accident) এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৬। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত একাধিক। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রাস্তার হাই-ভোল্টেজ তারের সংস্পর্শে এসে আগুনে জ্বলে যায় বাসটি। এএনআই সূত্রে খবর এমনটাই।
জয়পুর, ২৭ নভেম্বর: দিল্লি-জয়পুর (Delhi-Jaipur) জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। রাজস্থানের (Rajasthan) আখরোলে বাস দুর্ঘটনায় (Bus Accident) এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৬। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত একাধিক। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রাস্তার হাই-ভোল্টেজ তারের সংস্পর্শে এসে আগুনে জ্বলে যায় বাসটি। এএনআই সূত্রে খবর এমনটাই। পড়ুন: Vistara to Operate Mumbai-London Flights: মুম্বই থেকে লন্ডন, সপ্তাহে ৩ দিন আন্তর্জাতিক সফরে উড়বে ভিস্তারার বিমান
সংবাদসংস্থা সূত্রে খবর, স্লিপার বাসে ঘটনাটি ঘটে। দিল্লি-জয়পুর হাইওয়ের উপর আখরোল এলাকায় রাস্তার উপরে থাকা হাই ভোল্টেজ তারটি বেশ কিছুটা নীচে নেমে গিয়েছিল। তীব্র বেগে আসা বাসটি সেই তারের সংস্পর্শে আসে। আর তাতেই মুহূর্তের মধ্যে আগুন লেগে বাসটি পুরো ঝলসে যায়। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
অশোক গেহলট টুইটে বলেন, "ঘটনাটি ভীষণই দুর্ভাগ্যজনক। এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করি।"