Rain Fury: ভয়ঙ্কর রূপ নিচ্ছে অতি বৃষ্টি, গোটা ভরাত জুড়ে মৃত্যু ১০০ জনের, হিমাচলেই প্রাণহানি ৮০-র

এই মুহূর্তে হিমাচলের বিভিন্ন জায়গায় ৩০০ জন পর্যটক আটকে রয়েছেন। যাঁদের মধ্যে ১৫ জন রুশ পর্যটকও রয়েছেন কাসোলে। হিমাচলের পাশাপাশি অতিরিক্ত বৃষ্টিরজেরে পাঞ্জাব এবং হরিয়ানা ১৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

Rian Fury (Photo Credit: Twitter)

 দিল্লি, ১২ জুলাই: গোটা উত্তর ভারত জুড়ে জোরদার বৃষ্টি শুরু হয়েছে। প্রচণ্ড বৃষ্টির জেরে উত্তর ভারতে এখনও পর্যন্ত প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। রিপোর্টে প্রকাশ, গত সপ্তাহ থেকে এই পর্যন্ত হিমাচল প্রদেশে ৮০ জনের মৃত্যু হয়েছে বৃষ্টির জেরে। এক নাগাড়ে বৃষ্টির জেরে হিমাচল প্রদেশে বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে প্রায় সবকটি নদী। ফলে বিপদ বাড়ছে। এই মুহূর্তে হিমাচলের বিভিন্ন জায়গায় ৩০০ জন পর্যটক আটকে রয়েছেন। যাঁদের মধ্যে ১৫ জন রুশ পর্যটকও রয়েছেন কাসোলে। হিমাচলের পাশাপাশি অতিরিক্ত বৃষ্টিরজেরে পাঞ্জাব এবং হরিয়ানা ১৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। গত ২৪ ঘণ্টায় উত্তরাখণ্ডে অতিরিক্ত বৃষ্টির জেরে ১৫ পর্যটক আহত হয়েছেন বলে খবর মিলছে।

আরও পড়ুন: Rain Fury In Himachal Pradesh: ভয়াবহ বৃষ্টিতে জটিল পরিস্থিতি, কাসোলে আটকে ১৫ জন রুশ পর্যটক

অন্যদিকে এক নাগাড়ে বৃষ্টির জেরে বাড়ছে যমুনার জলস্তর। গত কয়েকদিনে যমুনা নদী বিপদ সীমার উপর দিয়ে বইতে শুরু করেছে বলে জারি করা হয়েছে সতর্কতা।