Rain Fury: মর্মান্তিক, অতি বৃষ্টিতে ভাঙল বাড়ির ছাদ, চাপা পড়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের

Punjab House Breaks (Photo Credit: Twitter/ANI)

উত্তর ভারত জুড়ে বর্ষা কার্যত ভয়াবহ রূপ নিতে শুরু করেছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানায় এবারে বৃষ্টি রুদ্র রূপ নিয়েছে। অতি বৃষ্টির জেরে পাঞ্জাবের কোটকাপুরায় ভেঙে পড়ল একটি বাড়ি। বাড়ির ছাদ ভেঙে পড়তে তার নীচে চাপা পড়ে মৃত্যু হয় ৩ জনের। জানা যায়, ওই বাড়ির মালিক, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী এবং ৩ বছরের ছেলের মৃত্যু হয়। দেখুন ভিডিয়ো...