Rain Fury In Himachal Pradesh, Uttarakhand: একটানা বৃষ্টিতে চরম বিপর্যয় হিমাচল, উত্তরাখণ্ডে, মৃত ৬৬; শিমলা, যোশীমঠে ভাঙছে বাড়ি
মঙ্গলবার পর্যন্ত হিমাচল প্রদেশে ৬০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। একজনের দেহ এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে বের করা যায়নি বলেও জানা যাচ্ছে। এসবের পাশাপাশি শিমলায় ধস নামতে শুরু করেছে। ফলে সেখানে ভেঙে পড়তে শুরু করেছে একের পর এক বাড়ি।
দিল্লি, ১৬ অগাস্ট: একটানা বৃষ্টির জেরে মৃত্যুর সংখ্য়া ক্রমশ বাড়ছে উত্তরাখণ্ড (Uttarakhand) এবং হিমাচল প্রদেশে (Himachal Pradesh)। রবিবার রাত থেকে একটানা বর্ষণের জেরে উত্তরাখণ্ড এবং হিমাচলে ৬৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর মিলছে। তবে হিমাচল প্রদেশের পরিস্থিতি সবচেয়ে খারাপ। হিমাচল থেকেই সবচেয়ে বেশি মৃত্যুর খবর মিলছে। রিপোর্টে প্রকাশ, অতি বৃষ্টির জেরে হিমাচল প্রদেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬০ জনের। এসবের মধ্যেই ফের আশঙ্কার কথা শোনায় আবহাওয়া দফতর। হিমাচলে যখন বিপর্যয় চলছে, সেই সময় এ রাজ্যে আরও ২ দিন অতি ভারি বৃষ্টি হবে বলে সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরাখণ্ডে পরপর ৪ দিন ধরে জোর বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার পর্যন্ত হিমাচল প্রদেশে ৬০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। একজনের দেহ এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে বের করা যায়নি বলেও জানা যাচ্ছে। এসবের পাশাপাশি শিমলায় ধস নামতে শুরু করেছে। ফলে সেখানে ভেঙে পড়তে শুরু করেছে একের পর এক বাড়ি।
হিমাচলের পাশাপাশি উত্তরাখণ্ডেও চলছে টানা বৃষ্টি। আগামী ১৯ অগাস্ট পর্যন্ত উত্তরাখণ্ডে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। একটানা বৃষ্টির জেরে উত্তরাখণ্ডের যোশীমঠেও বাড়ি ভাঙার খবর মেলে। মঙ্গলবার রাতে যোশীমঠে বাড়ি ভেঙে পড়ে। যে খবর পেতেই বিপর্যয় মোকাবিলাকারী দল হাজির হয় সেখানে।
যোশীমঠে যে বাড়ি ভেঙে পড়ে, সেই ধ্বংসস্তূপের নীচে আর কেউ আটকে রয়েছেন কি না, সে বিষয়ে শুরু হয়েছে জোরদার খোঁজ।