Rain Fury: উত্তর ভারত জুড়ে এক নাগাড়ে বৃষ্টিতে মৃত ৩৭, হিমাচলে বন্যার সতর্কতা, উত্তরাখণ্ডেও 'অ্যালার্ট'
হিমাচল প্রদেশে যখন এক নাগাড়ে বৃষ্টির জেরে হঠাৎ বন্যা এবং ভূমিধস শুরু হয়েছে, সেই সময় দিল্লিতে বাড়তে শুরু করেছে যমুনার জল। ফলে দিল্লিতেও জারি করা হয়েছে সতর্কতা।
দিল্লি, ১১ জুলাই: উত্তর ভারত (North India) জুড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। উত্তরাখণ্ড (Uttarakhand), দিল্লি (Delhi), হিমাচল প্রদেশ (Himachal Pradesh), পাঞ্জাব, হরিয়ানা-সহ বিভিন্ন রাজ্য চোখ রাঙাতে শুরু করেছে বৃষ্টি। উত্তর ভারতে এক নাগাড়ে বৃষ্টির জেরে এখনও পর্যন্ত ৩৭জনের মৃত্যু হয়েছে বলে খবর। যার মধ্যে হিমাচল প্রদেশের অবস্থা সবচেয়ে খারাপ। রবিবার থেকে যে হারে বৃষ্টি শুরু হয়েছে হিমাচল প্রদেশে, তার জেরে উত্তর ভারতের এই রাজ্যে মোট ১৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। পাঞ্জাব এবং হরিয়ানায় বৃষ্টির জেরে মৃত্যু হয়েছে ৯ জনের। রাজস্থান এবং উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত মোট ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
হিমাচল প্রদেশে যখন এক নাগাড়ে বৃষ্টির জেরে হঠাৎ বন্যা এবং ভূমিধস শুরু হয়েছে, সেই সময় দিল্লিতে বাড়তে শুরু করেছে যমুনার জল। ফলে দিল্লিতেও জারি করা হয়েছে সতর্কতা। রিপোর্টে প্রকাশ, একটানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি সামাল দিতে উত্তর ভারত জুড়ে ৩৯টি বিপর্যয় মোকাবিলাকারী দল মোতায়েন করা হয়েছে। যার মধ্যে পাঞ্জাবে মোতায়েন করা হয়েছে ১৪টি দল। অন্যদিকে হিমাচল প্রদেশে একের পর এক বিপর্যয় মোকাবিলাকারী দল মোতায়েন করা হয়েছে বলে খবর। উত্তরাখণ্ড এবং হরিয়ানাতেও জারি করা হয়েছে সতর্কতা। জারি একের পর এক বিপর্যয় মোকাবিলাকারী দল।
জানা যাচ্ছে, হিমাচল প্রদেশে অত্যাধিক বৃষ্টির জেরে প্রায় ৩০০ পর্যটক আটকে পড়েছেন। হিমাচল প্রদেশের চন্দ্রনাথ, পাগলনাল্লা-সহ একাধিক জায়গায় পর্যটকরা আটকে পড়েছেন বলে খবর। হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু জানান, যে কোনওভাবে ওই ৩০০ পর্যটককে উদ্ধারের ব্যবস্থা করা হচ্ছে। সড়কপথে সম্ভব না হলে, এয়ারলিফ্ট করে পর্যটকদের উদ্ধার করা হবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন। ফলে মঙ্গলবারও হিমাচল প্রদেশে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে এক নাগাড়ে বৃষ্টির জেরে উত্তরাখণ্ডের পরিস্থিতিও ক্রমশ খারাপ হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।