Railway Budget 2022: ৪০০টি নতুন বন্দে-ভারত ট্রেনের ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের
কেন্দ্রীয় বাজেটে রেল প্রকল্পে বড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। আগামী তিন বছরে ৪০০টি নতুন বন্দে ভারত ট্রেন আসতে চলেছে বলে ঘোষণা করেন তিনি।
নতুন দিল্লি, ১ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় বাজেটে (Budget 2022) রেল প্রকল্পে বড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের (Nirmala Sitaraman)। আগামী তিন বছরে ৪০০টি নতুন 'বন্দে-ভারত' ট্রেন আসতে চলেছে বলে ঘোষণা করেন তিনি। পিএম গতিশক্তি মাস্টার প্ল্যান আনা হচ্ছে বলে জানান তিনি। দেশের মোট ৬ হাজার ৮৯টি রেলস্টেশন বিনামূল্য ওয়াই ফাই পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। আরও বেশ কিছু স্টেশন দ্রুত এবং বিনামূল্য ফ্রি ওয়াই ফাই পরিষেবা দেওয়া হবে। পাশাপাশি তিন বছরের মধ্যে ১০০টি পিএম শক্তি কার্গো টার্মিনাল গড়ে তোলা হবে।
নতুন ধরনের মেট্রো পদ্ধতি রূপায়নে জোর দেওয়া হবে বলে জানান বাজেটে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ২০৩০ সালের মধ্যে দেশের সব রেলওয়ে লাইনে বৈদ্যুতিককরণের কাজ সম্পূর্ণ হবে। পাশাপাশি ২০৩০-র মধ্যে গ্রিন রেলওয়েতে পরিণত হবে। আরও পড়ুন: সরাসরি দেখুন বাজেট
২০২৩ আর্থিক বছরে ২৫ হাজার কিলোমিটার জাতীয় সড়ক প্রসারিত করা হবে বলেও জানান নির্মলা সীতারমন। স্থানীয় ব্যবসায় উৎসাহ দিতে ওয়ান প্রোডাক্ট প্রকল্প চালু করা হবে।