Rahul Gandhi Defamation Case: সংসদে ফিরছেন ওয়ানাড়ের সাংসদ! সুপ্রিমে সাজা স্থগিতের পর কী বললেন রাহুল গান্ধী
মোদী পদবি মামলায় সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুলের সাজার ওপর স্থগিতাদেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।
মোদী পদবি মামলায় সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুলের সাজার ওপর স্থগিতাদেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। পাশাপাশি রাহুলকে অপরাধমূলক মানহানির মামলায় দু'বছরের জেলের মেয়াদের শাস্তি নিয়ে সুরাত ম্যাজিস্ট্রেট আদালতের রায় নিয়েও প্রশ্ন করেছেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি আরএস গাভাই এবং পিকে মিশ্র। ফলে রাহুলের সাংসদ পদ ফিরে পাওয়া সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। কারণ জনপ্রতিনিধি আইন অনুযায়ী সাজার মেয়াদ দু বছরের একদিন কম হলেও দোষী জনপ্রতিনিধির পদ খারিজ হবে না। পাশাপাশি নির্বাচনে লড়ার বিষয়েও কোনও বাধা থাকে না। সুপ্রিম আদেশে তাঁর শাস্তির মেয়াদ নিয়ে প্রশ্ন তোলায় রাহুল সাংসদ পদ ফিরে পাওয়ার পাশাপাশি ভোটে লড়তেও কোনও জটিলতা থাকছে না।
সাজা স্থগিতের পর রাহুল গান্ধী তার টুইটারে লিখলেন, যাই হয়ে যাক, আমার দায়িত্ব একই থাকবে। আর তা হলো ভারতের ধারণাকে রক্ষা করা। আরও পড়ুন-স্ত্রী-কে গুলি করে হত্যার দায়ে গ্রেফতার বিচারপতি
দেখুন রাহুল গান্ধীর টুইট
Come what may, my duty remains the same.
রাহুলের সাজা স্থগিতের পর উচ্ছ্বাসে মেতেছে কংগ্রেস শিবির। কংগ্রেস সভাপতি মল্লিকার্জন খাড়গে থেকে শশী থারুর, অধীর চৌধুরী-অশোক গেহলেটরা রাহুলের সাজা নিয়ে সুপ্রিম রায়ের পর ঘুরিয়ে মোদী সরকারকে আক্রমণ করেছেন। রাজনৈতিক উদ্দেশ্য়প্রণোদিতভাবেই রাহুলকে এই মামলায় ফাঁসানো হয়েছে বলে কংগ্রেস নেতাদের অভিযোগ। রাহুল সংসদে ফিরে ফের আদানি ইস্যু থেকে মণিপুর নিয়ে প্রশ্ন তুলে যাবেন বলে হাত শিবিরের বক্তব্য়।
দেখুন ভিডিয়ো
রাহুলের সুপ্রিম রায়ে বিজেপিকে কিছুটা অস্বস্তি দেখিয়েছে। বিজেপির তারকা সাংসদ মনোজ তিওয়ারি বললেন, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত প্রমাণ করল যে দেশে গণতন্ত্র আছে। রাহুল গান্ধী বিদেশে গিয়ে নিন্দা করে যেটা বারবার প্রমাণ করার চেষ্টা করেন যে ভারতে গণতন্ত্র নেই।"