Rahul Gandhi: 'সত্য, সাহস এবং বলিদান', সাংসদ পদ খারিজের পর নয়া পোস্টে দৃঢ়তা প্রকাশ রাহুলের
সত্য, সাহস এবং বলিদান-এই তিনটি শব্দে নিহীত গান্ধীদের ঐতিহ্য। গান্ধীদের শক্তিও (Rahul Gandhi) এই শব্দে বাঁধা। রবিবার রাতে ফের ট্যুইট করলেন রাহুল গান্ধী। লোকসভা থেকে রাহুল গান্ধীর সীংসদ পদ খারিজের বিষয়কে কেন্দ্র করে জোর শোরগোল শুরু হয়েছে গোটা দেশ জুড়ে। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের বিরুদ্ধে দেশ জুড়ে সুর চড়াতে শুরু করেছেন কংগ্রেসের নেতা, কর্মীরা। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে দেশের বাইরে লন্ডন স্কয়ারেও বিক্ষোভ শুরু করেন কংগ্রেস কর্মীরা। বিষয়টি নিয়ে যখন জোর শোরগোল শুরু হয়, সেই সময় গান্ধীদের ঐতিহ্য নিয়ে ট্যুইট করেন কংগ্রেস সাংসদ। সত্য, সাহস, বলিদানের তাঁদের গান্ধীদের শক্তি নীহিত বলে মন্তব্য করেন রাহুল।
আরও পড়ুন: Rahul Gandhi: রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ 'অগণতান্ত্রিক', লন্ডনে বিক্ষোভ কংগ্রেসের
View this post on Instagram