Rajiv Gandhi's Memorial: ২১ মে শ্রীপেরামবুদুরে রাজীব গান্ধীর স্মৃতিসৌধে যাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল
সম্প্রতি কর্নাটক বিধানসভা নির্বাচনে বিশাল জয় পেয়েছে কংগ্রেস। এরপরই দেশজুড়ে কংগ্রেস নেতা-কর্মীরা পরবর্তী লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করার দাবি তুলছেন হাইকমান্ডের কাছে।
নয়াদিল্লি: সম্প্রতি কর্নাটক বিধানসভা নির্বাচনে (Karnataka Assembly Election 2023) বিশাল জয় পেয়েছে কংগ্রেস (Congress)। এরপরই দেশজুড়ে কংগ্রেস নেতা-কর্মীরা পরবর্তী লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীকে (Rahul Gandhi) প্রধানমন্ত্রী পদপ্রার্থী (PM Candidte) হিসেবে ঘোষণা করার দাবি তুলছেন হাইকমান্ডের কাছে।
এই বিষয় নিয়ে জল্পনার মাঝেই বৃহস্পতিবার সূত্র মারফত জানা গেল আগামী ২১ মে তামিলনাড়ুর (Tamilnadu) শ্রীপেরামবুদুরে (Sriperumbudur) অবস্থিত প্রাক্তন প্রধানমন্ত্রী ও রাহুলের বাবা প্রয়াত রাজীব গান্ধীর স্মৃতিসৌধ (Rajiv Gandhi's memorial) দর্শনে যাচ্ছেন তিনি।
ভারতের সপ্তম প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ১৯৯১ সালের ২১ মে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে এক আত্মঘাতী বোমার বিস্ফোরণে নিহত হন। ভারতের ইতিহাসে এই ঘটনা রাজীব গান্ধী হত্যাকাণ্ড নামে পরিচিত। ওই বিস্ফোরণে রাজীব ছাড়াও আরও চৌদ্দ জন নিহত হয়েছিলেন। এরপরই তাঁর মৃত্যুর স্থানে একটি স্মৃতিসৌধ তৈরি করা হয়। আগামী ২১ মে রাজীব গান্ধীর ৩২তম মৃত্যুবার্ষিকীতে সেখানে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন রাহুল। আরও পড়ুন: অবৈধ সম্পর্কের চরম পরিণতি, প্রেমিকাকে ধর্ষণ করে গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো দিয়ে দিল দিল বিবাহিত প্রেমিক