Rahul Gandhi: সাংসদ পদ ফিরে পেয়ে শনিবার ওয়ানাড়ে যাচ্ছেন রাহুল গান্ধী, বিজয়োৎসবের প্রস্তুতিতে কেরল কংগ্রেস

মোদী পদবি মামলা সুপ্রিম কোর্টের রায়ের পর ফের সাংসদ পদ ফিরে পেয়েছেন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।

Photo Credits: ANI

মোদী পদবি মামলা সুপ্রিম কোর্টের রায়ের পর ফের সাংসদ পদ ফিরে পেয়েছেন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সাংসদ পদ ফিরে পেয়ে এবার কেরলে তার নিজের কেন্দ্র ওয়ানাড়ে যাচ্ছেন রাহুল। আগামী শনিবার দু'দিনের কেরল সফরে রাহুল অনেকটা সময় কাটাবেন ওয়ানাড়ে। সেখানে স্থানীয়দের সঙ্গে সময় কাটানোর পর, দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসার কথা রাহুলের। রাহুলের সফরকে দ্বিতীয় বিজয়োৎসব হিসেবে পালনের প্রস্তুতি নিচ্ছে কেরলের কংগ্রেস।।

রাহুলের এই সফর থেকেই কেরলে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করতে চাইছে কংগ্রেস। মাস চারেক আগে রাহুলের সাংসদ পদ খারিজ হওয়ার পর ওয়ানাড়ের রাস্তায় বড় প্রতিবাদ মিছিল দেখা গিয়েছিল।

প্রসঙ্গত, ২০১৯ লোকসভা কেন্দ্রে উত্তরপ্রদেশের আমেথির পাশাপাশি কেরলের ওয়ানাড় থেকেও নির্বাচনে লড়েছিলেন রাহুল। আমেথিতে বিজেপি নেত্রী স্মৃতি ইরানির কাছে হেরে গেলেও ওয়ানাড় থেকে রাহুল জেতেন রেকর্ড ৪ লক্ষ ৩০ হাজার বেশী ভোটের ব্যবদানে।

দেখুন টুইট

এদিকে, সাংসদ পদ ফেরার পর সোমবার সংসদে হাজির হন রাহুল গান্ধী। মঙ্গবারও বাদল অদিবেশনে হাজির হন রাহুল। তার মাঝেই এবার অসম কংগ্রেসের সঙ্গে বৈঠকের জন্য এআইসিসি দফতরে হাজির হন রাহুল গান্ধী। সাংসদ পদ ফেরার পর রাহুল নিজের অফিসিয়াল বাসভবনও ফিরে পান। এবার তাঁর কেমন লাগছে বলে প্রশ্ন করা হয় কংগ্রেস সাংসদকে। যার উত্তরে রাহুল গান্ধী বলেন, 'মেরা ঘর পুরা হিন্দুস্থান হ্যায়' অর্থাৎ গোটা দেশটাই আমার ঘর।