Rahul Gandhi Takes a Dig at PM Narendra Modi: 'তেলের দাম যে ৩৫ শতাংশ কমেছে তা মিস করে থাকতে পারেন', নরেন্দ্র মোদিকে কটাক্ষ রাহুল গান্ধির
নতুন দিল্লি, ১১ মার্চ: মধ্যপ্রদেশের (Madhya Pradesh)রাজনৈতিক সঙ্কট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi )। মোদিকে উদ্দেশ্য করে রাহুলের টুইট, "প্রধানমন্ত্রী মোদি মধ্যপ্রদেশের কংগ্রেস সরকারকে অস্থিতিশীল করতে ব্যস্ত ছিলেন এবং তিনি লক্ষ্য করেননি যে তেলের (Oil) দাম বিশ্বব্যাপী ৩৫ শতাংশ হ্রাস পেয়েছে।"রাহুলর দাবি, কেন্দ্রীয় সরকারের উচিত তেলের দাম ৬০ টাকার নিচে নামিয়ে আনা। তাতে অর্থনীতি চাঙ্গা হবে।" করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে তেলের চাহিদা কমার পরেও সৌদি আরব ও রাশিয়ার মতো তেল উৎপাদনকারী দেশগুলি তেল উৎপাদন কমিয়ে দিতে ব্যর্থ হয়েছে। আর সেই কারণেই বিশ্বব্যাপী জ্বালানির দামে হ্রাস পেয়েছে।
নতুন দিল্লি, ১১ মার্চ: মধ্যপ্রদেশের (Madhya Pradesh)রাজনৈতিক সঙ্কট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi )। মোদিকে উদ্দেশ্য করে রাহুলের টুইট, "প্রধানমন্ত্রী মোদি মধ্যপ্রদেশের কংগ্রেস সরকারকে অস্থিতিশীল করতে ব্যস্ত ছিলেন এবং তিনি লক্ষ্য করেননি যে তেলের (Oil) দাম বিশ্বব্যাপী ৩৫ শতাংশ হ্রাস পেয়েছে।"রাহুলর দাবি, কেন্দ্রীয় সরকারের উচিত তেলের দাম ৬০ টাকার নিচে নামিয়ে আনা। তাতে অর্থনীতি চাঙ্গা হবে।" করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে তেলের চাহিদা কমার পরেও সৌদি আরব ও রাশিয়ার মতো তেল উৎপাদনকারী দেশগুলি তেল উৎপাদন কমিয়ে দিতে ব্যর্থ হয়েছে। আর সেই কারণেই বিশ্বব্যাপী জ্বালানির দামে হ্রাস পেয়েছে।
কংগ্রেস নেতা টুইট করেছেন, "আরে প্রধানমন্ত্রী আপনি যখন নির্বাচিত কংগ্রেস সরকারকে অস্থিতিশীল করতে ব্যস্ত ছিলেন, তখন আপনি বিশ্বব্যাপী তেলের দাম যে ৩৫ শতাংশ কমে গেছে তা নাও খেয়াল করে থাকতে পারেন। আপনি কি দয়া করে পেট্রলের দাম ৬০ টাকার নীচে এনে দেশবাসীর উপকার করতে পারবেন? যা অর্থনীতির উন্নয়নে সহায়তা করবে।" আরও পড়ুন: Adhir Chowdhury: জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পদত্যাগে দলের অনেক 'বড় ক্ষতি' হয়ে গেল বলে দুঃখপ্রকাশ অধীর চৌধুরীর
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সোনিয়া গান্ধীর কাছে পদত্যাগের প্রস্তাব দেন। নয়াদিল্লিতে মন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার পরপরই তিনি তার সিদ্ধান্তের কথা জানান। এটি অনুসরণ করে, তার বিজেপিতে যোগদানের বিচ্ছেদগুলি গতি অর্জন করেছে। তাঁর সঙ্গে আরও ১৯ জন বিধায়কও বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে জানা গেছে। যারফলে কমল নাথ সরকারের পতন অনিবার্য। প্রায় কর্নাটকের মতোই মধ্যপ্রদেশেও ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি। গত কয়েক দিন ধরেই রাজনৈতিক চাপানউতোর চলছিল মধ্যপ্রদেশে। এরই মধ্যে সোমবার ১৭ জন কংগ্রেস বিধায়কের টিকিটিও না পাওয়া যাওয়ায় নাটকীয় মোড় নেয় রাজ্যের রাজনীতি।