IPL Auction 2025 Live

Rahul Gandhi: 'মণিপুরের চেয়ে ইজরায়েলের উপর বেশি আগ্রহী মোদী', খোঁচা রাহুলের

মিজোরামে গিয়ে রাহুল গান্ধী বলেন, ইজরায়েলে কী হচ্ছে, তা নিয়ে প্রধানমন্ত্রী মোদী অত্যন্ত আগ্রহী অথচ মণিপুর নিয়ে ভাবছেন না তিনি। মণিপুরে কী হচ্ছে, তা নিয়ে প্রধানমন্ত্রী মোদীর কোনও ভাবনা নেই বলে কটাক্ষ করেন রাহুল। প্রসঙ্গত গত ৩ মে থেকে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর।

Rahul Gandhi (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ১৬ অক্টোবর: মিজোরামে গিয়ে এবার ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিলেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদ বলেন, প্রধানমন্ত্রী মোদী মণিপুরের তুলনায় ইজরায়েল নিয়ে বেশি আগ্রহী। মিজোরামে গিয়ে রাহুল গান্ধী বলেন, ইজরায়েলে কী হচ্ছে, তা নিয়ে প্রধানমন্ত্রী মোদী অত্যন্ত আগ্রহী অথচ মণিপুর নিয়ে ভাবছেন না তিনি। মণিপুরে কী হচ্ছে, তা নিয়ে প্রধানমন্ত্রী মোদীর কোনও ভাবনা নেই বলে কটাক্ষ করেন রাহুল। প্রসঙ্গত গত ৩ মে থেকে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। কুকি এবং মেইতেই সম্প্রদায়ের বিবাদের জেরে উত্তেজনা বাড়তে শুরু করে। মেইতেই এবং কুকিদের বিবাদের জেরে উত্তর-পূর্বের এই রাজ্যে উত্তেজনা ছড়ালে, তা নিয়ে এবার ফের মিজোরাম সফরে গিয়ে তোপ দাগলেন রাহুল গান্ধী।

অন্যদিকে গত ৭ অক্টোবর হামাস বড়সড় হামলা চালায় ইজরায়েলে। যার জেরে অসংখ্য নীরিহ মানুষের মৃত্যু হয়। হামাসের হামলার পর ইজরায়েলি সেনা বাহিনী একের পর এক বড় ধরনের হামলা চালায় গাজায়। হামাস নিধনের বড় হামলা চালায় ইজরায়েল। যার জেরে দু পক্ষেরই অসংখ্য মানুষের মৃত্যু হয়। হামাসের সঙ্গে ইজরায়েলের লড়াইয়ে যখন অসংখ্য মানুষের প্রাণ ঝরসে, সেই সময় বড় মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

বাইডেন বলেন, ইজরায়েল যদি গাজা দখলের চেষ্টা চালায়, তা 'বড় ভুল' হতে পারে। আমেরিকা বরাবর ইজরায়েলের পাশে থেকেছে হামাস নিধনে। এবার যখন মার্কিন প্রেসিডেন্টের ইজরায়েলের সফরের তোড়জোড় চলছে, সেই সময় বাইডেনের এই মন্তব্য অন্য কোন দিকে ইঙ্গিত করছে, সে বিষয়ে তাকিয়ে আন্তর্জাতিক মহল।