Rahul Gandhi On PM Modi: 'মোদিজী ঈশ্বরের সঙ্গে বসে তাঁকেও বোঝাতে পারেন গোটা বিশ্বের কর্মকাণ্ড', বিদেশে গিয়ে খোঁচা রাহুলের
রাহুল গান্ধী আরও বলেন, মোদীজি যদি ঈশ্বরের সঙ্গে বসে কথা বলেন,তাহলে তাঁকে বোঝাতে শুরু করবেন কীভাবে গোটা বিশ্ব কাজ করে। মোদীজির কথা শুনে ঈশ্বরও ভাবতে শুরু করবেন, তিনি কী সৃষ্টি করেছেন।
দিল্লি, ৩১ মে: কর্ণাটক (Karnataka) জয়ের পর এবার ফের বিদেশে পাড়ি দিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। বর্তমানে মার্কিন মুলুকের সান ফ্রান্সিসকোতে রয়েছেন রাহুল। ৩১ মে ক্যালিফোর্ণিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন কংগ্রেস সাংসদ। ক্যালিফোর্ণিয়া বিশশ্ববিদ্যালেয়র পড়ুয়াদের সঙ্গে কথা বলার পাশাপাশি বিদেশে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও কথা বলবেন রাহুল গান্ধী। সানফ্রান্সিসকোতে হাজির হয়ে রাহুল বলেন, ভারতে এমন একদল মানুষ বর্তমানে কেন্দ্রে সরকার চালাচ্ছেন, যাঁরা সবকিছু জানেন বলে মনে করেন। এমনকী তাঁরা ঈশ্বরের সঙ্গে বসেও কথা বলতে পারেন বলে মনে করেন। যার মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এরপরই রাহুল গান্ধী আরও বলেন, মোদীজি যদি ঈশ্বরের সঙ্গে বসে কথা বলেন,তাহলে তাঁকে বোঝাতে শুরু করবেন কীভাবে গোটা বিশ্ব কাজ করে। মোদীজির কথা শুনে ঈশ্বরও ভাবতে শুরু করবেন, তিনি কী সৃষ্টি করেছেন। নিজের সৃষ্টি নিয়ে ঈশ্বর তখন দোটানায় পড়ে যেতে পারেন বলেও মন্তব্য করেন কংগ্রেস সাংসদ।
ফলে ভারতে যাঁরা রয়েছেন কেন্দ্রীয় সরকারে, তাঁরা গবেষকদের বোঝান বিজ্ঞান কী। আবার সেনা কর্মীদের বুঝিয়ে দেন, কীভাবে যুদ্ধ করতে হবে। ঐতিহাসিকদের আবার তাঁরা ইতিহাসও বুঝিয়ে দেন বলে কেন্দ্রীয় সরকারকে জোরদার কটাক্ষ করেন রাহুল গান্ধী। তবে এত বাধা সত্ত্বেও তাঁরা ভারত জোড়ো যাত্রা করেছেন। ভারত জোড়ো যাত্রা নিয়ে রাজনৈতিকভাবে অনেক বাধা তাঁদের সামনে এসেছে কিন্তু তাঁরা কখনও দমে যাননি। পিছিয়ে পড়েননি বলে মন্তব্য করেন রাহুল গান্ধী।