Rahul Gandhi On Restaurant Menu Card: উত্তরপ্রদেশের রেস্তোঁরায় দেদার বিকোচ্ছে 'ইতালিয়ান রাহুল গান্ধী'

উত্তরপ্রদেশের ইটাওয়া (Etawah) জেলার একটি রেস্তরাঁর (Restaurant) মেনু কার্ডে (Menu Card) চোখ বোলাতে গিয়ে হোঁচট খাচ্ছেন প্রায় সকলেই। কারণ মেনু কার্ডে একটি বিশেষ নতুন খাবারের নাম রয়েছে। সেই খাবারের নাম 'ইতালিয়ান রাহুল গান্ধী' (Italian Rahul Gandhi)। আর তা নিয়েই শোরগোল পড়ে গিয়েছে। কংগ্রেস ওই রেস্তরাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। তাদের দাবি, ওই রেস্তরাঁ তাদের মেনু কার্ডে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) নাম 'অপব্যবহার' করছে।

Rahul Gandhi On Restaurant Menu Card (Photo: IANS)

ইটাওয়া, ১০ জুন: উত্তরপ্রদেশের ইটাওয়া (Etawah) জেলার একটি রেস্তরাঁর (Restaurant) মেনু কার্ডে (Menu Card) চোখ বোলাতে গিয়ে হোঁচট খাচ্ছেন প্রায় সকলেই। কারণ মেনু কার্ডে একটি বিশেষ নতুন খাবারের নাম রয়েছে। সেই খাবারের নাম 'ইতালিয়ান রাহুল গান্ধী' (Italian Rahul Gandhi)। আর তা নিয়েই শোরগোল পড়ে গিয়েছে। কংগ্রেস ওই রেস্তরাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। তাদের দাবি, ওই রেস্তরাঁ তাদের মেনু কার্ডে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) নাম 'অপব্যবহার' করছে।

জানা গিয়েছে, সিভিল লাইনস এলাকার রেস্তরাঁটি 'ইতালিয়ান রাহুল গান্ধী' শিরোনামে বেশ কয়েকটি ইতালিয়ান খাবারের উল্লেখ করেছে। ইতালিয়ান পাস্তা, মেক্সিকান পাস্তা, হ্যাঙ্গওভার পাস্তার মতো খাবারের নামের ক্যাপশনের নিচে লেখা আছে 'ইতালিয়ান রাহুল গান্ধী'। আরও পড়ুন: Jammu and Kashmir: সোশ্যাল মিডিয়া পোস্টের জেরে উত্তেজনা, জম্মুতে বন্ধ ইন্টারনেট, জারি কারফিউ

ইটাওয়া জেলা কংগ্রেস কমিটির পদাধিকারীরা অবিলম্বে মেনু কার্ড প্রত্যাহার করা ও ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। রেস্তারাঁটি ক্ষমা প্রার্থনা না করলে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। জেলা কংগ্রেসের সমস্ত পদাধিকারীরা কালেক্টরেট অফিসে পৌঁছে সিনিয়র পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দেন। পুলিশ সুপার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।