Rahul Gandhi On Amit Sah Statement : জহরলাল নেহেরুকে নিয়ে অমিত শাহের মন্তব্যের পাল্টা রাহুল গান্ধী
জহরলাল নেহেরুকে নিয়ে মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা মন্তব্য করেন রাহুল গান্ধী
কাশ্মীর ইস্যুতে প্রাক্তন প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর সম্পর্কে মন্তব্য নিয়ে মুখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই প্রসঙ্গে তিনি জানান, "পণ্ডিত নেহেরু দেশের জন্য নিজের জীবন দিয়েছেন। এর জন্য বহু বছর জেলেও ছিলেন। এটা মনে হচ্ছে যে অমিত শাহ ইতিহাস জানেন না। এটা শুধুমাত্র একটা বিভ্রান্তি ছাড়ানোর চেষ্টা, জাতিগত শংসাপত্র নিয়ে সমীক্ষা ও দেশের টাকা কাদের কাছে যাচ্ছে সেই বিষয় থেকে মুখ ফেরানোর জন্য এই মন্তব্য।তারা এই বিষয়ে আলোচনা করতে চায় না। এবং এটা থেকে ভয় পায়।"
কিছুদিন আগে কাশ্মীর নিয়ে জহরলাল নেহেরুকে কেন্দ্র করে কিছু বক্তব্য দিয়েছিলেন অমিত শাহ। যেখানে তিনি জানিয়েছিলেন যে জহরলাল নেহেরু কাশ্মীর নিয়ে ২ টি ভুল করেছেন। প্রথমটি হল পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় যুদ্ধবিরতি করা এবং কাশ্মীর ইস্যুকে রাষ্ট্রসঙ্ঘে নিয়ে যাওয়া। এবং দ্বিতীয়টি নিজে জহরলাল নেহেরু স্বীকার করেছেন বলে জানান তিনি। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এবার পাল্টা মন্তব্য করলেন রাহুল গান্ধী।