Manoj Tiwari: বিদেশে গিয়ে ভারতের নামে নিন্দা করছেন রাহুল গান্ধী, মন্তব্য বিজেপি নেতা মনোজ তিওয়ারির

মার্কিন মুলুকে পাড়ি দিয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আমেরিকার ডালাসে টেক্সাস বিশ্ববিদ্যালয়ে বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন লোকসভারব বিরোধী দলনেতা।

মার্কিন মুলুকে পাড়ি দিয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আমেরিকার ডালাসে টেক্সাস বিশ্ববিদ্যালয়ে বিজেপি ও কেন্দ্র সরকার পরিচালিত ভারতের বর্তমান পরিস্থিতি কড়া সমালোচনা করেন লোকসভারব বিরোধী দলনেতা। এমনকী আরএসএসেরও চরম বিরোধীতা করতে দেখা যায় তাঁকে। আর এই নিয়ে উল্টোদিকে বিজেপি নেতারাও পাল্টা জবাব দিতে শুরু করেছে। এদিন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি (Manoj Tiwari) বলেন, "উনি সব জায়গাতে গিয়েই ক্ষমতা না পাওয়ার কারণে কান্নাকাটি করেন। আরসে রাজ পরিবারের সদস্য উনি, ফলে সারাক্ষণ ক্ষমতার ক্ষিদে তাঁর মধ্যে রয়েছে। কিন্তু তাই বলে দেশের বাইরে গিয়ে সেখানেও ভারতের অপমান করবেন সেটা মেনে নেওয়া যায় না"।

মনোজ আরও বলেন, "কখন জর্জ বুশ, বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেনরা বিরোধী নেতা থাকাকালীনও দেশের বাইরে গিয়ে আমেরিকার নিন্দা করেছেন? তাঁরা করেন না, কিন্তু রাহুল গান্ধী এসব বোঝেন না"। প্রসঙ্গত, এদিন রাহুল বলেছিলেন, আরএসএস ভাবে ভারত একটি ধারণা। কিন্তু আমাদের মতে ভারত বহু ধারণার সমন্বয়। আসলে আরএসএস চায় ভারতের নারীরা যাতে পিছিয়ে পড়ুক। তাঁরা রান্নার কাজ বা সংসারের কাজ করুক। কিন্তু আমরা চাই নারীরা এগিয়ে যাক।