IPL Auction 2025 Live

Rahul Gandhi Jabs Donald Trump: ভারতীয়দের জন্য পর্যাপ্ত পরিমাণে থাকলেই হাইড্রক্সিক্লোরোকুইন বিদেশে পাঠাবে কেন্দ্র, ট্রাম্পের বদলার জবাব দিলেন রাহুল

করোনার দাপটে প্যারাসিটামল, ও হাইড্রক্সিক্লোরোকুইনের মতো ওষুধ প্রতিবেশী দেশে পাঠাবে ভারত। এই খবরে কেন্দ্রকে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। সাত সকালেই খবর হয়েছিল, এই হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ না করলে বদলা নেবে আমেরিকা। সেই প্রসঙ্গ তুলে টুইট বার্তায় রাহুল বলেন, “বন্ধুত্ব কখনওই বদলার হয় না। প্রয়োজন অনুযায়ী সব দেশকে অবশ্যই ভার সহযোগিতা করবে। তবে জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যে, ভারতীয়দের জন্য যেন তা পর্যাপ্ত পরিমাণে থাকে।” রাহুলের বক্তব্যে যে ডোনাল্ড ট্রাম্পের বদলার প্রসঙ্গকে মনে করিয়ে দিতেই এসেছে, তাতে কোনও সন্দেহ নেই।

রাহুল গান্ধী (Photo Credits: Twitter/INC)

নতুন দিল্লি, ৭ এপ্রিল: করোনার দাপটে প্যারাসিটামল, ও হাইড্রক্সিক্লোরোকুইনের মতো ওষুধ প্রতিবেশী দেশে পাঠাবে ভারত। এই খবরে কেন্দ্রকে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। সাত সকালেই খবর হয়েছিল, এই হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ না করলে বদলা নেবে আমেরিকা। সেই প্রসঙ্গ তুলে টুইট বার্তায় রাহুল বলেন, “বন্ধুত্ব কখনওই বদলার হয় না। প্রয়োজন অনুযায়ী সব দেশকে অবশ্যই ভার সহযোগিতা করবে। তবে জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যে, ভারতীয়দের জন্য যেন তা পর্যাপ্ত পরিমাণে থাকে।” রাহুলের বক্তব্যে যে ডোনাল্ড ট্রাম্পের বদলার প্রসঙ্গকে মনে করিয়ে দিতেই এসেছে, তাতে কোনও সন্দেহ নেই।

রবিবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) নরেন্দ্র মোদির সঙ্গে এই হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে একপ্রস্থ বার্তালাপ করেছেন। মার্কিন যুক্তরাষট্রকে হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানি করুক ভারত, এমনটাই চান তিনি। ইচ্ছে মতো কাজ না হলে বদলা নেওয়ার হুঁশিয়ারিও দিলেন ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সংস্থা এএনআই-এর এক টুইটে এই খবর প্রকাশ্যে আসতেই গুঞ্জন শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “আমি রবিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছি। তিনি যদে হাইড্রক্সিক্লোরোকুইন মার্কিন মুলুকে সরবরাহ করেন তাহলে আমরা খুশি হব। যদি তিনি এই ওষুধ রপ্তানিতে নিষেধাজ্ঞা না তোলেন তাহলে ঠিক আছে। তবে এর বদলা নেওয়ার সুযোগ আমাদেরও আসবে। আরও পড়ুন- India Supply Hydroxychloroquine & Paracetamol: মহামারী করোনাকে রুখতে মানবিক কারণে বিধ্বস্ত দেশগুলিতে হাইড্রক্সিক্লোরোকুইন ও প্যারাসিটামল পাঠাবে ভারত, বিদেশ মন্ত্রক

মহামারী করোনার ভয়াবহতাকে মনে রেখেই মানবিক দিক থেকে বিবেচনা করে প্রতিবেশী দেশগুলিতে প্যারাসিটামল ও হাইড্রক্সিক্লোরোকুইন (Hydroxychloroquine) সরবরাহের ছাড়পত্র দিল কেন্দ্র। মূলত প্রতিবেশী দেশের সক্ষমতার উপরে নজর রেখেই এই ওষুধ সরবরাহ করা হবে। সংবাদ সংস্থা এএনআই-এর টুইটে জানা গিয়েছে, যেসব দেশ মহামারী করোনায় বিধ্বস্ত, সেই সব দেশে এই প্রয়োজনীয় ওষুধগুলি সরবরাহ করবে কেন্দ্র। এই বিষয়ে কোনওরকম জল্পনা চলুক বা রাজনীতি হোক তা চাইছে না বিদেশ মন্ত্রক।