Rahul Gandhi Gave Flying Kiss? : সংসদে কি 'উড়ন্ত চুম্বন' ছুঁড়লেন রাহুল গান্ধী? দাবি বিজেপির

BJP On Rahul Gandhi (Photo Credit: ANI/Twitter)

অনাস্থা প্রস্তাবে বিতর্কের পর বুধবার সংসদ ছাড়েন রাহুল গান্ধী। সংসদ থেকে বেরনোর সময় স্মৃতি ইরানি-সহ মহিলা সাংসদদের উদ্দেশে রাহুল গান্ধী 'উড়ন্ত চুম্বন' বা 'ফ্লাইং কিস' ছুঁড়েছেন। এমনই দাবি বিজেপি সাংসদদের। রাহুল গান্ধী সংসদ ভবনে কেন অসংসদীয় ব্যবহার করলেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয় বিজেপির তরফে। এমনকী, অধ্যক্ষ যাতে লোকসভার সিসিটিভি থেকে ফুটেজ বের করার দাবিও করেন বিজেপি সাংসদরা।