IPL Auction 2025 Live

Rahul Gandhi: ওয়ানডের পথে রেস্তোরাঁয় লাঞ্চ, সোজা হেঁশেলে ঢুঁ মারলেন রাহুল গান্ধী, তারপর?

রায়বরেলি নাকি ওয়ানড, কোথাকার সাংসদ থাকবেন তা নিয়ে দ্বিধায় ছিলেন রাহুল গান্ধী। তবে তিনি পাকাপাকিভাবে রায়বরেলিতেই থাকতে চান, এমনটাই কেরল নেতৃত্বকে জানিয়ে দেন তিনি। তাঁর এই সিদ্ধান্তের পর কংগ্রেসের রাজ্য সভাপতি কে সুধাকরণ জানান ওয়ানড নয়, রায়বরেলির সাংসদ থাকবেন রাহুল।

রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে রাহুল গান্ধী (ছবিঃX)

নয়াদিল্লিঃ দিল্লি (Delhi)থেকে ওয়ানডের (Wayanad) দিকে রওনা দিয়েছেন কংগ্রেস (Congress) যুবরাজ রাহুল গান্ধী (Rahul Gandhi)। সব মিলিয়ে এখন ভাল সময় চলছে রাহুলের। লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) একটি নয় দু'টি আসনে বড় ব্যবধানে জয়। বুধবার, বিজয়ী কেন্দ্র ওয়ানডে যাওয়ার পথে থামারাসেরির 'হোয়াইট হাউস' রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। সেখানকার খাবার এতই ভাল লাগে তাঁর যে সোজা ঢুঁ মারেন রেস্তোরাঁর হেঁশেলে। কথা বলেন সেখানকার কর্মীদের সঙ্গে। স্বল্প আলাপচারিতায় খোঁজখবর নিয়ে নেন কোথায় থাকেন তাঁরা, কতদিন কাজ করছেন এই ধরনের নানা বিষয়। শেষে তাঁদের সঙ্গে ছবিও তোলেন রাহুল, যা ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত, রায়বরেলি নাকি ওয়ানড, কোথাকার সাংসদ থাকবেন তা নিয়ে দ্বিধায় ছিলেন রাহুল গান্ধী। তবে তিনি পাকাপাকিভাবে রায়বরেলিতেই থাকতে চান, এমনটাই কেরল নেতৃত্বকে জানিয়ে দেন তিনি। তাঁর এই সিদ্ধান্তের পর কংগ্রেসের রাজ্য সভাপতি কে সুধাকরণ জানান ওয়ানড নয়, রায়বরেলির সাংসদ থাকবেন রাহুল। সুধাকরণ বলেন, "রায়বরেলির সাংসদ হিসেবে থাকাই তাঁর কাছে সহজ হবে। কারণ দিল্লি থেকে ওটাই কাছে হবে। আর গত পাঁচবছরে ওয়ানাডের জন্য তিনি যা করেছেন তা সত্যিই প্রশংসনীয়। ওয়ানডের মানুষ তা মনে রাখবেন।"

রেস্তোরাঁর হেঁশেলে রাহুল গান্ধী