Rahul Gandhi: কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার গঠতেই NDA-কে 'ভঙ্গুর' বলে কটাক্ষ করলেন রাহুল গান্ধী
গত ৪ জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই রাহুল গান্ধী সংবাদমাধ্যমের সামনে বলেন, ভারতীয় রাজনীতির ভিত বর্তমানে 'টেকটনিক প্লেটের' মত অবস্থায় রয়েছে। ফলে ভারতীয় রাজনীতির উত্থান বর্তমানে উন্মুক্ত হয়ে গিয়েছে বলেও মন্তব্য করতে শোনা যায় রাহুলকে।
দিল্লি, ১৮ জুন: এনডিএ সরকারের বিরুদ্ধে ফের তোপ দাগলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল বলেন, এনডিএ জোটের মুখ হয়ে নরেন্দ্র মোদী (Narendra Modi) এবার যে সরকার গঠন করে কেন্দ্রে ক্ষমতা দখল করেছেন, তা টিকিয়ে রাখতে সংগ্রাম করতে হতে পারে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ২৭২ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠ দল হতে পারেনি। ফলে যে সরকার কেন্দ্রে গঠন করা হয়েছে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে, তা ভঙ্গুর হতে পারে বলে কটাক্ষ করেন রাহুল গান্ধী।
গত ৪ জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই রাহুল গান্ধী সংবাদমাধ্যমের সামনে বলেন, ভারতীয় রাজনীতির ভিত বর্তমানে 'টেকটনিক প্লেটের' মত অবস্থায় রয়েছে। ফলে ভারতীয় রাজনীতির উত্থান বর্তমানে উন্মুক্ত হয়ে গিয়েছে বলেও মন্তব্য করতে শোনা যায় রাহুলকে। ৪ জুন ভোটের ফল বেরনোর পর কংগ্রেস সাংসদের এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে এর আগেই চর্চা শুরু হয়ে যায়। এবার ফের মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগে, তার ভাঙন হতে পারে বলে দাবি করেন রাহুল।