Rahul Gandhi Attacks Narendra Modi: 'মোদী উদযাপনে ব্যস্ত তাই জঙ্গি হামলায় নিহতদের পরিবারের কান্না শুনতে পাচ্ছেন না', আক্রমণ রাহুলের

রাহুল বলেন, গত কয়েকদিন ধরে রিয়াসি, কাঠুয়া এবং ডোডা, জম্মু কাশ্মীরের একাধিক জায়গায় পরপর হামলা চালায় জঙ্গিরা। পরপর ৩ দিন ধরে হামলা হলেও, প্রধানমন্ত্রী কিছু শুনতে পাচ্ছেন না।

Narendra Modi, Rahul Gandhi (Photo Credit: Twitter)

দিল্লি, ১২ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ব্যস্ত শুভেচ্ছাবার্তার জবাব দিতে। তাইতো জঙ্গি হামলায় নিহত, আহত মানুষের কান্না শুনতে পাচ্ছেন না। কাঠুয়ায় হামলার পর এবার এভাবেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেস নেতা। রাহুল গান্ধী (Rahul Gandhi) নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, মোদী শুভেচ্ছাবার্তার উত্তর দিতে ব্যস্ত। তাইতো রিয়াসিতে যে তীর্থযাত্রীদের মৃত্যু হল জঙ্গি হামলার জেরে, তাঁদের পরিবারের কান্না শুনতে পাচ্ছেন না প্রধানমন্ত্রী।

পাশাপাশি রাহুল বলেন, গত কয়েকদিন ধরে রিয়াসি, কাঠুয়া এবং ডোডা, জম্মু কাশ্মীরের একাধিক জায়গায় পরপর হামলা চালায় জঙ্গিরা। পরপর ৩ দিন ধরে হামলা হলেও, প্রধানমন্ত্রী কিছু শুনতে পাচ্ছেন না। তিনি উদযাপনে ব্যস্ত বলে কটাক্ষ করেন কংগ্রেস সাংসদ।

আরও পড়ুন: Kathua Terror Attack: কাঠুয়ায় হামলার পর টানা তল্লাশি, নিকেশ করা হল ২ জঙ্গিকে

দেখুন কী বললেন রাহুল গান্ধী...

 

জম্মু কাশ্মীরে যেভাবে হামলা চালাচ্ছে জঙ্গিরা, তার উত্তর দেশের মানুষ চায়। মন্তব্য করেন রাহুল গান্ধী। সেই সঙ্গে কেন্দ্রে বিজেপি সরকারের আমলে কেন জঙ্গিদের ধরা হচ্ছে না বলেও প্রশ্ন তোলেন সোনিয়া-পুত্র।